দু’টো ছবি। একটায় অ্যাশেজের চতুর্থ টেস্টের শেষ দিনের শেষ ওভারে ব্যাট করছেন ইংল্যান্ডের জেমস অ্যান্ডারসন। বল করছেন স্টিভ স্মিথ। ব্যাটারকে ঘিরে ৯ অজি। অন্য ছবিটা ২০১৬ সালের। রাইজিং পুণে সুপারজায়ান্টসের হয়ে ব্যাট করছেন মহেন্দ্র সিংহ ধোনি। বিপক্ষে কলকাতা নাইট রাইডার্স। ধোনিকে ঘিরে রয়েছেন পাঁচ জন। এই দুই ছবি মিলিয়ে মজা করেছিল কেকেআর। তার কড়া জবাব দলেন চেন্নাই সুপার কিংসে ধোনির সতীর্থ রবীন্দ্র জাডেজা।
নেটমাধ্যমে দু’টো ছবি দিয়ে নাইটদের তরফে ক্যাপশনে লেখা হয়েছে, ‘সেই মুহূর্ত, যখন টেস্টের একটি দুর্দান্ত সিদ্ধান্ত সবাইকে টি২০-র একটি মাস্টারস্ট্রোকের কথা মনে করিয়ে দেয়।’