মঙ্গলবার প্রাক্তন সতীর্থের সঙ্গে ঝামেলায় জড়াতে দেখা গিয়েছিল পৃথ্বী শ-কে। সেই ঝামেলার এক দিন পর প্রকাশ্যে এসেছে আরও কিছু তথ্য। জানা গিয়েছে, ক্রমাগত স্লেজিং করার কারণে মেজাজ হারিয়েই বিপক্ষ ক্রিকেটারের উপর চড়াও হয়েছিলেন পৃথ্বী।
মুম্বইয়ের প্রাক্তন ক্রিকেটার পৃথ্বী এখন খেলেন মহারাষ্ট্রের হয়ে। তিন দিনের একটি প্রস্তুতি ম্যাচে মুখোমুখি হয়েছে দুই দল। সেখানেই ঝামেলা লাগে পৃথ্বী এবং মুশির খানের। পুরনো দলের বিরুদ্ধে শতরান করে একটু বেশিই উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন পৃথ্বী।
‘ক্রিকবাজ়’ ওয়েবসাইটের দাবি, ঘটনাটি ঘটে পৃথ্বী আউট হওয়ার পর। তখন মহারাষ্ট্রের স্কোর ৪৩০ রানে ৩ উইকেট। মুশিরের বলে ইরফান উমেরের হাতে ক্যাচ দিয়ে ফেরেন পৃথ্বী। আউট হওয়ার পরেই মুশির পৃথ্বীর দিকে তাকিয়ে বলেন, “ধন্যবাদ।”
আরও পড়ুন:
এতেই রেগে যান পৃথ্বী। তিনি তেড়ে আসেন মুশিরের দিকে। তাঁর কলার চেপে ধরেন। আর একটু হলেই ব্যাট দিয়ে মারতে যাচ্ছিলেন। দুই আম্পায়ার এসে সরিয়ে দেন পৃথ্বীকে। তিনি যাতে কোনও রকম প্ররোচনা ছাড়াই সাজঘরে ফিরতে পারেন তার ব্যবস্থাও করেন দুই আম্পায়ার।
মহারাষ্ট্রের অধিনায়ক অঙ্কিত বাবনে বলেছেন, “এটা প্রস্তুতি ম্যাচ। আগে পুরনো সতীর্থ। এ সব জিনিস হয়েই থাকে। এখন সব ঠিক আছে। কোনও সমস্যা নেই।” মুম্বই বা মহারাষ্ট্রের রাজ্য ক্রিকেট সংস্থার বিষয়টি নিয়ে আর এগোবে কি না তা এখনও জানা যায়নি।