ভারতের টেস্ট দলের অধিনায়ক হয়ে লিডসে প্রথম টেস্টে শতরান করেছিলেন শুভমন গিল। এজবাস্টনে দ্বিতীয় টেস্টেও শতরান করতে দেখা গেল তাঁকে। প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলিকে ছুঁয়ে ফেললেন শুভমন। একই সঙ্গে ডন ব্র্যাডম্যান, গ্যারি সোবার্সদের পাশেও জায়গা হল তাঁর। ইংল্যান্ডে গিয়ে নজির গড়লেন শুভমন।
২০১৪-১৫ সালে অস্ট্রেলিয়া সফরে গিয়ে অধিনায়ক হয়েছিলেন কোহলি। অধিনায়ক হিসাবে প্রথম দু’টি টেস্টেই শতরান করেছিলেন তিনি। সেই নজির ছুঁয়ে ফেলেছেন শুভমন। পাশাপাশি মহম্মদ আজহারউদ্দিনের পর দ্বিতীয় ভারতীয় অধিনায়ক হিসাবে ইংল্যান্ডের মাটিতে টানা দু’টি শতরান করেছেন তিনি।
ভারতের চতুর্থ ক্রিকেটার হিসাবে ইংল্যান্ডের বিরুদ্ধে টানা তিনটি টেস্টে শতরান করলেন শুভমন। লিডস এবং এজবাস্টন ছাড়াও, ২০২৪-এ ধর্মশালা টেস্টে শতরান করেছিলেন তিনি। এই কৃতিত্ব রয়েছে আজহারউদ্দিন, দিলীপ বেঙ্গসরকর এবং রাহুল দ্রাবিড়ের।
কোহলির আরও একটি নজিরের সামনে দাঁড়িয়ে আছেন শুভমন। প্রথম দিনের শেষে ১১৪ রানে ব্যাট করছেন তিনি। এজবাস্টনে কোনও ভারতীয় ব্যাটারের ব্যক্তিগত সর্বোচ্চ রান কোহলিরই। ২০১৮ সালে ১৪৯ রান করেছিলেন তিনি। এর পর ২০২২-এ ঋষভ পন্থ ১৪৬ এবং ১৯৯৬-এ সচিন তেন্ডুলকর ১২২ রান করেছিলেন। শুভমন আপাতত চতুর্থ স্থানে আছেন। বৃহস্পতিবার আর ৩৬ রান করলে সব ভারতীয়কে টপকে যাওয়ার সুযোগ রয়েছে তাঁর সামনে।
আরও পড়ুন:
বুধবার মধ্যাহ্নভোজের আগে করুণ নায়ার আউট হয়ে যাওয়ার পর খেলতে নেমেছিলেন শুভমন। সে সময় আর একটা উইকেট পড়লে ম্যাচের দখল নিয়ে নিত ইংল্যান্ড। তবে আগাগোড়া ঠান্ডা মাথায় খেলেন শুভমন। কোনও ঝুঁকি নেননি। অধিনায়ক হয়ে তাঁর রানের খিদে আরও বেড়ে গিয়েছে।