বক্সিং ডে-তে সেঞ্চুরিয়নে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলতে নামছে ভারত। ২৯ বছরের খরা কাটাতে মরিয়া বিরাট কোহলীরা। এখনও পর্যন্ত সে দেশের মাটিতে টেস্ট সিরিজ জিততে না পারলেও এ বারে ভাল সুযোগ রয়েছে ভারতের। আর সেটা যে অমূলক নয় তা স্পষ্ট দক্ষিণ আফ্রিকার টেস্ট অধিনায়ক ডিন এলগারের কথাতেই। ভারতকে যথেষ্ট সমীহ করছেন তিনি। শুধু তাই নয় কোহলীদের বোলিং আক্রমণ নিয়ে চিন্তায় প্রোটিয়া অধিনায়ক।
সিরিজ শুরু আগে সাংবাদিক বৈঠকে এলগার বলেন, ‘‘বুমরা বিশ্বমানের বোলার। ও এমন এক বোলার যে দক্ষিণ আফ্রিকার পরিবেশ খুব ভাল কাজে লাগাতে পারবে। কিন্তু আমরা শুধু এক জনকে নিয়ে চিন্তা করছি না। ভারত দল হিসেবে খুব শক্তিশালী।’’