বিশ্বকাপের প্রথম ম্যাচ। শ্রীলঙ্কার বিরুদ্ধে টসে হেরেও চাপমুক্ত হয়ে খেলতে নামছে বাংলাদেশ। প্রথম ম্যাচে টসে হেরে গেলেন মাহমুদুল্লা। তবে শ্রীলঙ্কা ফিল্ডিং নেওয়ার পর তিনি জানালেন, জিতলে তাঁরা ব্যাটিংই নিতেন।
যোগ্যতা অর্জনের ম্যাচে স্কটল্যান্ডের কাছে হেরে চাপে পড়ে গিয়েছিল বাংলাদেশ। কিন্তু পরের দু’টি ম্যাচে যথাক্রমে ওমান এবং পাপুয়া নিউ গিনিকে হারিয়ে বিশ্বকাপের সুপার ১২-য় উঠে গিয়েছে তারা। এ বার অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজের মতো কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে খেলতে হবে তাদের। প্রথম ম্যাচ অবশ্য তুলনায় সহজ প্রতিপক্ষ শ্রীলঙ্কার বিরুদ্ধে।