প্রতীকী ছবি।
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন আরও এক ক্রিকেটার। আফগানিস্তানের অন্যতম ভরসা হজরতুল্লা জাজাই চোটের জন্য আর খেলতে পারবেন না। তাঁর জায়গায় ১৫ জনের দলে এসেছেন আফগানিস্তানের প্রাক্তন অধিনায়ক গুলবাদিন নাইব।
আফগানিস্তানের অধিনায়ক মহম্মদ নবি জানিয়েছেন, পেট এবং কিডনির সমস্যার জন্য বিশ্বকাপের বাকি ম্যাচগুলি খেলতে পারবেন না জাজাই। প্রথম ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলেছিলেন জাজাই। সেই ম্যাচে ৭ রান করেন বাঁহাতি ব্যাটার। পরের দু’টি ম্যাচের প্রথম একাদশে তাঁকে অসুস্থতার জন্য রাখতে পারেনি আফগানিস্তান।
গত ২৬ অক্টোবর নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ম্যাচের আগে অনুশীলনে চোট পান আফগান ব্যাটার। নেটে ব্যাট করার সময় বল লাগে তাঁর পেটে। চোট লাগে কিডনিতে। তার পর থেকেই তিনি অসুস্থ হয়ে পড়েন। পেটে যন্ত্রণা অনুভব করেন জাজাই। কয়েক দিন চিকিৎসার পরেও শারীরিক সমস্যা রয়েছে তাঁর। চিকিৎসকরা জানিয়েছেন, চলতি বিশ্বকাপে আর খেলতে পারবেন না জাজাই। অস্ট্রেলিয়ার হাসপাতালেই তাঁর চিকিৎসা চলছে।
জাজাই ছিটকে যাওয়ায় সমস্যা বাড়ল আফগানিস্তানের। রহমানুল্লা গুরবাজের সঙ্গে দলের ইনিংস শুরু করেন জাজাই। আগ্রাসী ব্যাটার হিসাবেই তিনি পরিচিত। গ্রুপের শেষ দু’টি গুরুত্বপূর্ণ ম্যাচে তাঁকে না পাওয়া আফগানিস্তানের জন্য বড় ধাক্কা।
আফগানিস্তানের ১৫ জনের দলে এসেছেন গুলবাদিন। প্রাক্তন অধিনায়ক গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার ১২ পর্বে ওমানের বিরুদ্ধে শেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলেন। ৫৩টি টি-টোয়েন্টি আন্তর্জাতিকে গুলবাদিনের রান ৫৬৪। বল হাতে ২০টি উইকেটও রয়েছে তাঁর। ২০১৯ সালে এক দিনের বিশ্বকাপে আফগানিস্তানকে নেতৃত্ব দেন গুলবাদিন।
টি-টোয়েন্টি বিশ্বকাপে ৩টি ম্যাচ খেলে মহম্মদ নবিদের সংগ্রহ ২ পয়েন্ট। বৃষ্টির জন্য ভেস্তে গিয়েছে নিউজ়িল্যান্ড এবং আয়ারল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ। ইংল্যান্ডের বিরুদ্ধে হেরে গিয়েছেন নবিরা। পয়েন্ট তালিকায় সবার নিচে রয়েছেন তাঁরা। বিশ্বকাপের সেমিফাইনালে উঠতে হলে গ্রুপের বাকি দু’টি ম্যাচে অস্ট্রেলিয়া এবং শ্রীলঙ্কাকে হারাতেই হবে তাঁদের। ১ নভেম্বর আফগানিস্তানের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। টি-টোয়েন্টি বিশ্বকাপে আশা বাঁচিয়ে রাখতে হলে শ্রীলঙ্কার বিরুদ্ধে জিততেই হবে আফগানদের।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy