Advertisement
২৫ এপ্রিল ২০২৪
T20 World Cup 2022

সেমিফাইনালে নামার আগে আবার সুবিধা রোহিতদের, ইংল্যান্ড দলে আরও এক জনের চোট

এ বারের টি-টোয়েন্টি বিশ্বকাপে বেশ কিছু ক্রিকেটার চোটের জন্য খেলতে পারেননি। অনেকে আবার খেলার মাঝে চোট পেয়েছেন। তাতে যোগ হচ্ছে আরও একটি নাম।

তাঁরা খেলতে না পারলে ভারতীয় দলের যে সেমিফাইনালে বিরাট সুবিধা হবে তা বলাই যায়।

তাঁরা খেলতে না পারলে ভারতীয় দলের যে সেমিফাইনালে বিরাট সুবিধা হবে তা বলাই যায়। —ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৮ নভেম্বর ২০২২ ১৮:১৬
Share: Save:

ইংল্যান্ড দলে একের পর এক ক্রিকেটারের চোট। দাউইদ মালানের পর এ বার চোট পেলেন মার্ক উড। ইংল্যান্ডের পেসার মঙ্গলবার অনুশীলনে যোগ দেননি। মালান এবং উড খেলতে না পারলে ভারতীয় দলের যে সেমিফাইনালে বিরাট সুবিধা হবে তা বলাই যায়।

বেশ কিছু দিন আগে উডের কনুইয়ে চোট লেগেছিল। সেই চোটের কারণে গত মরসুমে বেশি ম্যাচ খেলতে পারেননি ইংরেজ পেসার। চোট সারিয়ে দলে ফিরে ১৫০ কিলোমিটার গতিতে বল করে যাচ্ছিলেন উড। এ বারের বিশ্বকাপেও তিনি ব্যাটারদের ত্রাস হয়ে উঠেছিলেন। চারটি ম্যাচে ৯ উইকেট তুলে নিয়েছেন তিনি। একান্তই যদি উড খেলতে না পারেন তা হলে টাইমল মিলস তাঁর জায়গা নিতে পারেন। ভারতের বিরুদ্ধে বাঁহাতি পেসার মিলস খেলবেন কি না, তা এখনও যদিও স্পষ্ট নয়।

রোহিত শর্মাদের বিরুদ্ধে খেলতে পারবেন না দাউইদ মালান। শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচে কুঁচকিতে গুরুতর চোট পেয়েছেন ইংরেজ ব্যাটার। তাঁর চোট সারতে অন্তত এক সপ্তাহ সময় লাগবে বলে মনে করা হচ্ছে। তাই বৃহস্পতিবার তাঁকে ছাড়াই ভারতের বিরুদ্ধে প্রথম একাদশ বেছে নিতে হবে বাটলারদের।

সতীর্থের চোট নিয়ে ইংল্যান্ডের সহ-অধিনায়ক মইন আলি বলেছেন, ‘‘গত কয়েক বছর ধরেই আমাদের দলের সেরা ব্যাটার মালান। ওকে দেখে আমাদের একদমই ভাল লাগছে না। রবিবার মালানের চোটের জায়গার স্ক্যান করানো হয়েছে। ওর চোট নিয়ে বিস্তারিত বলতে পারব না। দলের চিকিৎসকরা ওর পরিস্থিতির উপর নজর রাখছেন। তবে আমাদের বিষয়টা ভাল ঠেকছে না।’’ মইন সাফ জানিয়ে দিয়েছেন, ভারতের বিরুদ্ধে মালানের খেলার কোনও সম্ভাবনা নেই। ইংল্যান্ড ফাইনালে উঠলে কি মালান খেলতে পারবেন? মইন জানিয়েছেন, এখনই কোনও নিশ্চয়তা দেওয়া সম্ভব নয়। উল্লেখ্য, মালান টি-টোয়েন্টি ক্রিকেটে প্রাক্তন এক নম্বর ব্যাটার।

সেমিফাইনালে ভারতের বিরুদ্ধে নামার আগে দলের দুই গুরুত্বপূর্ণ সদস্যকে না পেলে কিছুটা বিপদে পড়বে ইংল্যান্ড। তারা চাইবে চোট সারিয়ে উড বৃহস্পতিবার ভারতের বিরুদ্ধে নেমে পড়ুক।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE