নিজের লেখা বইয়ে বিরাট কোহলী এবং অনিল কুম্বলের সম্পর্ক নিয়ে অনেক কথাই লিখেছেন তৎকালীন কমিটি অব অ্যাডমিনিস্ট্রেটর্সের প্রাক্তন প্রধান বিনোদ রাই। জানিয়েছিলেন, কুম্বলে কোচ থাকাকালীন তাঁকে নিয়ে তটস্থ থাকতেন জুনিয়র ক্রিকেটাররা, এমন কথা বলেছিলেন কোহলী। কিন্তু দু’দিনের মধ্যেই সেই লেখা থেকে সরলেন রাই। জানিয়ে দিলেন, তাঁর লেখার ভুল ব্যাখ্যা করা হয়েছে।
সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে রাই বলেছেন, “কোহলী এবং কুম্বলের মধ্যে কোনও মতান্তর ছিল, এ কথা একেবারেই ঠিক নয়। ওদের মধ্যে কোনও মতের অমিল হয়নি। আমি লিখেছিলাম যে কুম্বলের সঙ্গে নতুন চুক্তি সই করার সময় আমরা দল এবং কোহলীর সঙ্গে কথা বলেছিলাম। কোহলী বলেছিলেন দলের অনেক তরুণ সদস্য কুম্বলের কোচিং নিয়ে খুশি নয়। কিন্তু কোহলী এবং কুম্বলের মধ্যে কোনও মতান্তর ছিল না। আমার কাছে অন্তত এমন কোনও তথ্য নেই এবং এমন কিছু আমি লিখিনি।”