ভারত-পাকিস্তান ম্যাচে বিতর্ক কোনও ভাবেই পিছু ছাড়ছে না। রবিবার এশিয়া কাপ ফাইনালের আগেও জোড়া বিতর্ক দেখা গেল। শনিবারের পর রবিবারও ট্রফি নিয়ে পাকিস্তানের অধিনায়ক সলমন আঘার সঙ্গে ছবি তুলতে রাজি হলেন না ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব। পাল্টা দিয়েছে পাকিস্তানও। তাঁরা টসের সময় কথা বলতে রাজি হয়নি ভারতীয় সঞ্চালক রবি শাস্ত্রীর সঙ্গে। বাধ্য হয়ে পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার ওয়াকার ইউনিসকে নিয়ে আসতে হয়েছে।
শনিবার ট্রফির সঙ্গে দুই অধিনায়কের ফটোশুট হওয়ার কথা ছিল। সেখানে সূর্যকুমার আসতে রাজি হননি। রবিবারও তিনি আসেননি। ফলে ট্রফির সঙ্গে একাই ছবি তোলেন সলমন। আগের দু’বারের মতো এ দিনও পাক অধিনায়কের সঙ্গে করমর্দন করেননি সূর্য।
ছবি না তোলা প্রসঙ্গে শনিবার সাংবাদিক বৈঠকে সলমন বলেছিলেন, “ওদের যা ইচ্ছা ওরা করতে পারে। আমরা নিয়ম মেনেই চলব। বাকিটা ওদের উপর নির্ভর করছে। ওরা চাইলে আসতে পারে। না আসতে চাইলে আমাদের কিছু করার নেই।”
পাকিস্তানও এ দিন পাল্টা দিতে ছাড়েনি। তারা বয়কট করেছে শাস্ত্রীকে। আন্তর্জাতিক ক্রিকেটে সম্ভবত প্রথম বার টসের সময় দুই আলাদা সঞ্চালক দুই অধিনায়কের সঙ্গে কথা বললেন।
সংবাদ সংস্থা পিটিআই-এর খবর অনুযায়ী, ফাইনালের দিন টসের সময় সঞ্চালক হিসাবে শাস্ত্রীকেই বেছে নিয়েছিল আয়োজক এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। তিনি আগের দু’টি ভারত-পাকিস্তান ম্যাচেও সঞ্চালনা করেছিলেন। এ দিন পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ম্যাচের আগে এসিসি-কে অনুরোধ করে নিরপেক্ষ সঞ্চালক দেওয়ার জন্য।
আরও পড়ুন:
এসিসি সে কথা জানায় ভারতীয় বোর্ডকে। ভারতীয় বোর্ড কোনও ভাবেই শাস্ত্রীকে বদলাতে রাজি হয়নি। নিরুপায় হয়ে আয়োজকেরা ঠিক করেন, সলমন কথা বলবেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার ওয়াকার ইউনিসের সঙ্গে। সূর্য কথা বলবেন শাস্ত্রীর সঙ্গে।
ফটোশুট বিতর্কে বোর্ডের এক সূত্র জানিয়েছেন, এসিসি-র তরফে টসের আগে ফটোশুটের ব্যাপারে তাঁদের কিছু জানানোই হয়নি। এ প্রসঙ্গে উল্লেখ্য, ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেও দু’দেশের অধিনায়ক কোনও ফটোশুট করেননি।