Advertisement
২৫ এপ্রিল ২০২৪
Yuvraj Singh

ছ’বলে ছয় ছক্কার ১৫ বছর! বাড়িতে বসে ছোট্ট ছেলের সঙ্গে সেই ইনিংস দেখলেন যুবরাজ

২০০৭ সালের ১৯ সেপ্টেম্বর টি-টোয়েন্টি বিশ্বকাপে ছ’বলে ছয় ছক্কা মেরেছিলেন যুবরাজ সিংহ। ১৫ বছর পরে ছেলে ওরিয়নকে সঙ্গে নিয়ে সেই ইনিংস আরও এক বার দেখলেন তিনি।

২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে বিধ্বংসী মেজাজে যুবরাজ।

২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে বিধ্বংসী মেজাজে যুবরাজ। —ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২২ ১৬:২০
Share: Save:

১৫ বছর আগে এই দিনেই ছ’বলে ছয় ছক্কা মেরেছিলেন যুবরাজ সিংহ। ২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে ১২ বলে অর্ধশতরান করেছিলেন তিনি, যা এখনও পর্যন্ত টি-টোয়েন্টিতে দ্রুততম অর্ধশতরান। সেই ইনিংস আরও এক বার তারিয়ে তারিয়ে উপভোগ করলেন যুবরাজ। সঙ্গে পেলেন ছ’মাসের ছেলে ওরিয়ন কিচ সিংহকে। বাবা-ছেলেতে মিলে ফিরে গেলেন ১৫ বছর পিছনে।

খেলা দেখার ভিডিয়ো নিজের টুইটারে প্রকাশ করেন যুবরাজ। সেখানে দেখা যাচ্ছে, টেলিভিশনে চলছে খেলা। তার সামনে সোফায় ছেলেকে কোলে নিয়ে বসে যুবরাজ। ওরিয়নকে এক মনে টেলিভিশনের দিকে তাকিয়ে থাকতে দেখা যাচ্ছে। ভিডিয়োর ক্যাপশনে যুবরাজ লেখেন, ‘১৫ বছর পরে এই খেলা দেখার জন্য এর থেকে ভাল সঙ্গী পেতাম না।’

২০০৭ সালের ১৯ সেপ্টেম্বর টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে এক ওভারে ছ’টি ছক্কা মারেন যুবরাজ। বিপক্ষে ছিলেন স্টুয়ার্ট ব্রড। ওভারের প্রথম বল উড়ে যায় মিড উইকেট দিয়ে। পরের বলে স্কোয়্যার লেগ অঞ্চল দিয়ে ছক্কা মারেন যুবি। তিন নম্বর বলটা উড়ে যায় এক্সট্রা কভারের উপর দিয়ে। চার নম্বর বল পয়েন্টের উপর দিয়ে বাউন্ডারির বাইরে গিয়ে পড়ে। পাঁচ নম্বর বলে স্কোয়্যার লেগ দিয়ে ছক্কা মারেন যুবরাজ। ওভারের শেষ বল উড়ে যায় লং অনের উপর দিয়ে। দক্ষিণ আফ্রিকার হর্ষল গিবসের পরে দ্বিতীয় ক্রিকেটার হিসাবে আন্তর্জাতিক ক্রিকেটে ছ’বলে ছয় ছক্কা মারেন যুবরাজ।

যুবরাজের সে দিনের ইনিংস মনে রেখে টুইট করেছে কলকাতা নাইট রাইডার্স, সানরাইজার্স হায়দরাবাদ, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের মতো আইপিএল ফ্র্যাঞ্চাইজিরাও।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Yuvraj Singh India Cricket T20 Cricket
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE