Advertisement
E-Paper

মায়ের ইচ্ছে রাখছেন না রোনাল্ডো, পর্তুগালে সম্ভবত ফিরছেন না সিআর৭

ফের একবার রোনাল্ডোর পরবর্তী ক্লাব নিয়ে জল্পনা শুরু হয়ে গেল।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৫ মে ২০২১ ১৬:২০
মায়ের সঙ্গে রোনাল্ডো।

মায়ের সঙ্গে রোনাল্ডো। ছবি রয়টার্স

ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর্তুগালে ফেরার সম্ভাবনা উড়িয়ে দিলেন তাঁর এজেন্ট জর্জে মেন্দেস। জানিয়ে দিলেন, এই মুহূর্তে দেশের কোনও ক্লাবে খেলার ইচ্ছে নেই জুভেন্তাসের ফুটবলারের। ফলে ফের একবার রোনাল্ডোর পরবর্তী ক্লাব নিয়ে জল্পনা শুরু হয়ে গেল।

শুক্রবারই রোনাল্ডোর মা ডলোরেস জানিয়েছিলেন, ছোটবেলার ক্লাব স্পোর্টিং লিসবনে ফেরার জন্য অনুরোধ করবেন। স্পোর্টিং সমর্থকদের সেই আশ্বাসও দিয়েছিলেন। কিন্তু ফুটবলজীবনের এই সফল মুহূর্তে পর্তুগালের মতো কম জনপ্রিয় লিগে যেতে চাইছেন না রোনাল্ডো।

পর্তুগালের এক সংবাদপত্রে মেন্দেস বলেছেন, “স্পোর্টিং এবার খেতাব জেতায় রোনাল্ডো খুবই খুশি। প্রকাশ্যে উচ্ছ্বাসও দেখিয়েছে। কিন্তু এই মুহূর্তে পর্তুগালের ওর ফেরার কোনও সম্ভাবনা নেই।”

জুভেন্তাস এবার সিরি আ খেতাব জিততে না পারলেও রোনাল্ডোর ছন্দ অব্যাহত। সম্প্রতি ক্লাবের হয়ে শততম গোল করেছেন। কিন্তু ক্লাবে একঘরে হয়ে পড়ার জল্পনাও ছড়িয়েছে। অনেকেরই ধারণা, রোনাল্ডো হয়তো আগামী মরসুমে প্যারিস সঁ জঁ-য় যোগ দিতে পারেন।

Cristiano Ronaldo Juventus Lisbon
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy