সাড়ে তিন দিনেই হার। আর সেটাও ১০ উইকেটে। ওয়েলিংটনের বেসিন রিজার্ভে নিউজিল্যান্ডের কাছে লজ্জার পরাজয়ের পর সোশ্যাল মিডিয়ায় গর্জে উঠেছেন ক্রিকেটপ্রেমীরা। বিশ্বের এক নম্বর টেস্ট দল যে ভাবে প্রথম দিন থেকে খেলেছে, তা চরম হতাশার বলেই মনে করছেন তাঁরা।
আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে বিরাট কোহালির ভারতের এটাই প্রথম হার। টস হেরে ব্যাট করতে নেমে ভারতের প্রথম ইনিংসে শেষ হয়েছিল ১৬৫ রানে। জবাবে নিউজিল্যান্ড তোলে ৩৪৮। ভারতের দ্বিতীয় ইনিংসে দাঁড়ি পড়ে ১৯১ রানে। জেতার জন্য দরকার ছিল মাত্র নয় রান। বিনা উইকেটে লক্ষ্যে পৌঁছয় কেন উইলিয়ামসনের দল। দুই ইনিংস মিলিয়ে মোট নয় উইকেট নিয়ে ম্যাচের সেরা হন কিউয়ি পেসার টিম সাউদি।
আরও পড়ুন: একটা হারেই ভারত খারাপ দল হয়ে যাচ্ছে না, দাবি বিরাটের