Advertisement
২৪ এপ্রিল ২০২৪

ফিটনেসই সাফল্যের রহস্য মেরির

এশিয়ান বক্সিং থেকে চ্যাম্পিয়ন হয়ে দেশে ফিরে নিজের সম্পর্কে এই কথাই বলেছেন মেরি কম। এবং সে জন্য তাঁর দুর্দান্ত ফিটনেসকে ধন্যবাদ দিচ্ছেন এই চ্যাম্পিয়ন বক্সার।

মেরি কম।

মেরি কম।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১০ নভেম্বর ২০১৭ ০৩:৫৯
Share: Save:

নিজেকে এখন তাঁর অপরাজেয় লাগে।

এশিয়ান বক্সিং থেকে চ্যাম্পিয়ন হয়ে দেশে ফিরে নিজের সম্পর্কে এই কথাই বলেছেন মেরি কম। এবং সে জন্য তাঁর দুর্দান্ত ফিটনেসকে ধন্যবাদ দিচ্ছেন এই চ্যাম্পিয়ন বক্সার।

প্রায় দু’দশক ধরে বক্সিং গ্লাভস পরে রিংয়ে নামছেন তিনি। কিন্তু এখনও রিংয়ে নামলে তিনি সেই অপ্রতিরোধ্য। কী ভাবে সম্ভব এত দিন ধরে এই মানসিকতা ধরে রাখা? গুরুগ্রামে ফিরে মেরির হুঙ্কার, ‘‘যত দিন ট্রেনিং করব, ফিটনেস ঠিক রাখব, তত দিন যে কোনও বক্সারের মোকাবিলা করার জন্য আমি তৈরি। নিয়ে আসুন ওদের। এ রকম ফিটনেস ধরে রাখতে পারলে আমাকে কিন্তু কেউ ছুঁতে পারবে না।’’

পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়ন এবং অলিম্পিক্স পদকজয়ী নিজের পছন্দের ৪৮ কেজি-তে নেমে আবার সফল। যা নিয়ে মেরি বলছেন, ‘‘এই বিভাগে আমি খুব স্বচ্ছন্দ বোধ করি।’’ এ বার আপনার সামনে কী লক্ষ্য? মেরির জবাব, ‘‘কমনওয়েলথ গেমসটাই সামনে রেখে এগোতে চাই। তার পর দেখা যাক কী হয়।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Mary Kom Boxer Boxing Gold Medal Fitness
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE