Advertisement
০১ মে ২০২৪
ISL

নীরজের সামনে হার বাঁচালেন সুনীলরা

সোনার ছেলের সামনে ঘরের মাঠে জয়ের স্বপ্ন অবশ্য পূরণ হয়নি বেঙ্গালুরুর। কোনও মতে সুনীলরা হার বাঁচালেন পঞ্জাবের সঙ্গে। ফল ৩-৩।

উপহার: জার্সি বিনিময় নীরজ ও সুনীলের। বেঙ্গালুরুতে।

উপহার: জার্সি বিনিময় নীরজ ও সুনীলের। বেঙ্গালুরুতে। ছবি: এক্স।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০১ ডিসেম্বর ২০২৩ ০৮:৪৯
Share: Save:

কান্তিরাভা স্টেডিয়ামে বৃহস্পতিবার আইএসএলে বেঙ্গালুরু এফসি বনাম পঞ্জাব এফসি ম্যাচের আগে বদলে গিয়েছিল আবহ। টোকিয়ো অলিম্পিক্সে জ্যাভলিনে সোনাজয়ী নীরজ চোপড়া জার্সি বিনিময় করলেন সুনীল ছেত্রীর সঙ্গে।

সোনার ছেলের সামনে ঘরের মাঠে জয়ের স্বপ্ন অবশ্য পূরণ হয়নি বেঙ্গালুরুর। কোনও মতে সুনীলরা হার বাঁচালেন পঞ্জাবের সঙ্গে। ফল ৩-৩। ১৯ মিনিটে পঞ্জাব এগিয়ে যায় নিখিল প্রভুর গোলে। ২১ মিনিটে সমতা ফেরান হর্ষ পার্তে। ২৬ মিনিটে পঞ্জাবকে এগিয়ে দেন দিমিত্রিয়স চাতজ়িসাইয়াস। ৩০ মিনিটে ৩-১ করেন লুকা মায়েসেন। ৪৫+১ মিনিটে ব্যবধান কমান কার্টিস মেন। ৬৭ মিনিটে ৩-৩ করেন হাভি হার্নান্দেস। এ দিকে, আই লিগে ম্যাচ গড়াপেটার অভিযোগ করলেন স্বয়ং এআইএফএফ সভাপতি কল্যাণ চৌবে!

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Punjab FC bengaluru
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE