আগামী শনিবার আইএফএ শিল্ডের ফাইনাল। সেই ম্যাচের টিকিট শনিবার থেকে অনলাইনে বিক্রি শুরু হয়ে গেল। দর্শকরা একটি অনলাইন অ্যাপে টিকিট কাটতে পারবেন।
আইএফএ-র তরফে জানা গিয়েছে, সর্বনিম্ন টিকিটের মূল্য ১০০ টাকা এবং সর্বোচ্চ টিকিট পাওয়া যাবে ১৫ হাজার টাকায়। সাধারণ দর্শকদের জন্য প্রায় ৩০ হাজার টিকিট ছাড়া হয়েছে। আগেই বলা হয়েছিল, ইস্টবেঙ্গল ও মোহনবাগান সুপার জায়ান্ট শিল্ডের ফাইনালে পৌঁছলে সেই ম্যাচ হবে যুবভারতীতে। দুই প্রধানের খেলা দেখে বিশেষজ্ঞরা মনে করছেন, ফাইনালে ডার্বি হওয়ারই সম্ভাবনা বেশি।
আইএফএ জানিয়েছে ১৫ হাজার টাকার টিকিটমূল্যের পুরোটাই তুলে দেওয়া হবে উত্তরবঙ্গের ভয়াবহ বন্যায় বিপর্যস্ত মানুষের সাহায্যার্থে গঠিত ত্রাণ তহবিলে। বাকি টিকিট বিক্রির টাকার একটি অংশও যাবে সেই তহবিলে। অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর আরও একটি উদ্যোগ নিয়েছে বঙ্গ ফুটবলের নিয়ামক সংস্থা। সমর্থকদের থেকে শুকনো খাবার সংগ্রহের জন্য ফুড কাউন্টারও খোলা হবে। তা নিয়ে পুলিশকে চিঠি পাঠানো হয়েছে। পুলিশি অনুমতি পাওয়া স্রেফ সময়ের অপেক্ষা বলেই মনে করছেন আইএফএ কর্তারা।
এ দিকে শনিবার কিশোর ভারতী স্টেডিয়ামে শিল্ডের ম্যাচে নামধারি এফসি ৩-০ হারিয়েছে ডেকান এফসিকে। দু’টি ম্যাচ হেরে শিল্ড ফাইনালে ওঠার আশা শেষ ডেকানের।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)