আগেই ছিটকে গিয়েছিলেন কিলিয়ান এমবাপে। চোট পাওয়ায় ছিলেন না নেমারও। প্যারিস সঁ জরমঁকে জেতাতে ত্রাতার ভূমিকায় হাজির হতে হল সেই লিয়োনেল মেসিকেই। শনিবার রাতে তুলঁর বিরুদ্ধে গোল করে দলকে জেতালেন মেসি। পিএসজি জিতল ২-১ ব্যবধানে। ফরাসি লিগে শীর্ষস্থান বজায় রাখল তারা।
গোটা ম্যাচেই দায়িত্বশীল ভূমিকা নিয়ে খেলেছেন মেসি। বিপক্ষকে নাজেহাল করেছেন। অতিরিক্ত জায়গা নিয়ে খেলেছেন। এমবাপে এবং নেমার না থাকার যে অভাব, তা বুঝতেই দেননি। তবে প্রথমে গোল খায় পিএসজি-ই। ফ্রিকিক বিশেষজ্ঞ ব্র্যাঙ্কো ফান ডেন বুমেন এগিয়ে দেন তুলঁকে। এর পর মারকুইনহোসের হেড পোস্টে লাগে। তার পরেই দুরন্ত শটে গোল করেন আশরফ হাকিমি। দ্বিতীয়ার্ধে বাঁকানো শটে গোল করেন মেসি। পরের দিকে তাঁর আরও একটি শট পোস্টে লাগে।
ম্যাচের পর পিএসজি কোচ ক্রিস্টোফ গালচিয়ে বাকি ফুটবলারদের কাছে আবেদন করেছেন মেসির কাঁধের থেকে ভার নিয়ে নেওয়ার জন্যে। তাঁর কথায়, “মেসি আমাদের দলের মূল চালিকাশক্তি। ওর গোল এবং অবদানের কথা মাথায় রেখেই বলছি। আমি দলকে বলি ওর জন্যে খেলতে এবং ওর জন্যে পরিশ্রম করতে। ওকে অন্তত কিছু দায়িত্ব থেকে অব্যাহতি দিতে হবে। দলের ফুটবলারদের বলব, বিপক্ষের পা থেকে আরও তাড়াতাড়ি বল কেড়ে নিতে হবে।”
⏱ 58'
— Paris Saint-Germain (@PSG_English) February 4, 2023
LEO MESSI !!! ⚽️⚽️ #PSGTFC I 2-1 pic.twitter.com/RM3BFztSjL
আরও পড়ুন:
মেসির গোল নিয়ে অবশ্য বিতর্ক রয়েছে। তুলঁর দাবি, মেসির গোলের সময় মারকুইনহোস অফসাইডে ছিলেন। তাদের কোচ ফিলিপ মঁতেনিয়ে বলেছেন, “জানি না রেফারিদের নিয়ম কী। কিন্তু আমিও গোলে ৩০ বছর খেলেছি। তাই শটের সময় বিপক্ষের কোনও ফুটবলার মুখের সামনে দাঁড়িয়ে পড়লে সেভ করা কতটা কঠিন সেটা জানি।”