ইপিএলে রবিবার আগ্রহের কেন্দ্রে ছিল ম্যাঞ্চেস্টার সিটি বনাম আর্সেনাল দ্বৈরথ। দুই দলই হারের পরে জয়ে ফিরেছে। তাই এই ম্যাচ মিকেল আর্তেতা ও পেপ গুয়ার্দিওলার দলের কাছে জয় ধরে রাখার পরীক্ষা ছিল। তাতে শুরুতে ম্যান সিটিকে এগিয়ে দেন আর্লিং হালান্ড। তাতেও অ্যাওয়ে ম্যাচে জয় পেল না সিটি। শেষ মুহূর্তে গ্যাব্রিয়েল মার্তিনেল্লির গোলে সমতা ফেরায় আর্সেনাল। ম্যাচ শেষ হয় ১-১।
৯ মিনিটে প্রতিআক্রমণ থেকে গোল ম্যান সিটির। টিয়ানি রেইন্ডার্স প্রায় মাঝমাঠ থেকে বল ধরে আর্সেনালের বক্সের কাছাকাছি এসে হালান্ডকে পাস দেন। হালান্ড গোল করতে ভুল করেননি।
প্রায় গোটা দ্বিতীয়ার্ধে এই ব্যবধান ধরে রাখতে পারলেও সংযুক্ত সময়ে এবেরেচি এজ়ের লম্বা পাস ধরে মার্তিনেল্লি দুরন্ত ভাবে লব করে জালে বল জড়িয়ে দলকে এক পয়েন্ট এনে দেন। ম্যাচের পরে গুয়ার্দিওলা বলেন, ‘‘আর্সেনাল আমাদের চেয়ে ভাল খেলেছে।’’ পাশাপাশি মার্তিনেল্লি বলেছেন, ‘‘এই মুহূর্তগুলোর জন্যই তো এত পরিশ্রম করি আমরা। এজ়ে দারুণ ভাবে বলটা বাড়িয়েছিল। আমি শুধু ঠিক জায়গায় বলটা রেখেছি।’’
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)