কাতারে ফুটবল বিশ্বকাপ দেখার জন্য হুড়োহুড়ি পড়ে গিয়েছে গোটা বিশ্বের সমর্থকদের মধ্যে। আর সেই সমর্থকদের এক বড় অংশই ভারতের, যারা বিশ্বকাপের যোগ্যতা অর্জনই করেনি। ফিফা জানিয়েছে, সোমবার পর্যন্ত তাদের দপ্তরে ২৩ লক্ষ টিকিটের আবেদন জমা পড়েছে।
টিকিট ছাড়া শুরু করার পরেই ১২ লক্ষ আবেদন জমা পড়ে। সেই সংখ্যা ক্রমশ বাড়ছে। ভারতের এত কাছে এই প্রথম কোনও বিশ্বকাপ হচ্ছে। আকাশপথে চার ঘণ্টার সামান্য বেশি সময় লাগে। ফলে এই সুযোগ ছাড়তে চাইছেন না কেউই।