নতুন বছরেও দুঃসময় অব্যাহত ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের। বছরের শেষ দিনে ইংলিশ প্রিমিয়ার লিগে উলভসের বিরুদ্ধে ২৭ মিনিটে এগিয়ে গিয়েও ১-১ ড্র করেছিলেন কাসেমিরো-রা। রবিবার লিডসের বিরুদ্ধে মাতেউস কুনহার গোলে হার বাঁচাল ম্যান ইউ। শেষ পাঁচটি ম্যাচের মধ্যে মাত্র একটিতে জিতেছে রুবেন আমোরিমের দল। হার একটি, ড্র তিনটি ম্যাচে। ফুলহ্যামের বিরুদ্ধে দুর্দান্ত প্রত্যাবর্তন ঘটিয়ে এগিয়ে গিয়েও ড্র করল লিভারপুল। অন্য দিকে ম্যান সিটির বিরুদ্ধে শেষ মুহূর্তের গোলে ড্র চেলসিরও।
জয়ের লক্ষ্যে লিডসের ঘরের মাঠে শুরু থেকে আক্রমণাত্মক খেলার চেষ্টা করে ম্যান ইউ। দ্বিতীয়ার্ধের খেলা শুরু হওয়ার ১৭ মিনিটের মধ্যে ব্রেনডেন অ্যারোনসন এগিয়ে দেন লিডসকে। তিন মিনিটের মধ্যেই জোশুয়া জ়ার্কজ়ির পাস থেকে সমতাফেরান কুনহা।
ফুলহ্যাম বনাম লিভারপুল ম্যাচে সংযুক্ত সময়ে উন্মাদনা তুঙ্গে পৌঁছেছিল। সমাপ্তির সময় পর্যন্ত ১-১ ফল থাকার পরে ৯০+৪ মিনিটে কোডি গাকপো ২-১ এগিয়ে দেন লিভারপুলকে। কিন্তু চার মিনিটের মধ্যেই ২-২ করে দেন হ্যারিসন রিড।
এ দিকে ম্যান সিটি ১-০ জিতছিল চেলসির সঙ্গে। ৯০+৪ মিনিটে এনজ়ো ফের্নান্দেসের গোলে ড্র করে চেলসি। লিগ তালিকায় ম্যান সিটির চেয়ে এখন ছ’পয়েন্ট এগিয়ে আর্সেনাল।
ইপিএল
লিডস ১-১ ম্যান ইউ
ম্যান সিটি ১-১ চেলসি
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)