চলতি মরসুমে ডার্বিতে দাপট দেখিয়েছে মোহনবাগান। আরও একটি বড় ম্যাচ জিতল তারা। এআইএফএফ অনূর্ধ্ব-১৫ জুনিয়র লিগে ইস্টবেঙ্গলকে ৩-১ গোলে হারাল মোহনবাগান। চলতি মরসুমে মোট ১৪ বার মুখোমুখি হয়েছে কলকাতার দুই প্রধান। তার মধ্যে ১০ বার জিতেছে সবুজ-মেরুন।
মঙ্গলবার বাঁশবেড়িয়া কিশোর সংঘের মাঠে খেলতে নেমেছিল মোহনবাগান ও ইস্টবেঙ্গল। প্রথমার্ধে দুই দলই আক্রমণাত্মক ফুটবল খেলছিল। কিন্তু গোল আসছিল না। বিরতির ঠিক আগে বাগানকে এগিয়ে দেন রোহিত বর্মন। বিরতির পর ৫৬ মিনিটের মাথায় নিজের ও দলের দ্বিতীয় গোল করেন রোহিত।
০-২ গোলে পিছিয়ে গেলেও লড়াই ছাড়েনি ইস্টবেঙ্গল। তার ফল পায় লাল-হলুদ। ৬৪ মিনিটের মাথায় এক গোল শোধ করেন শিশির সরকার। চাপে পড়লেও মোহনবাগান দেখাল, কেন এই মরসুমে এত দাপট দেখাচ্ছে তারা। ৮৮ মিনিটের মাথায় আকাশ শেখের গোলে জয় নিশ্চিত করে মোহনবাগান।
আরও পড়ুন:
এই জয়ের ফলে গ্রুপ এ-তে অপরাজিত মোহনবাগান। ন’টি ম্যাচ খেলে সবগুলিই জিতেছে তারা। ২৭ পয়েন্ট নিয়ে সকলের উপরে রয়েছে তারা। দ্বিতীয় স্থানে থাকা বেঙ্গল ফুটবল অ্যাকাডেমির থেকে ১২ পয়েন্ট এগিয়ে সবুজ-মেরুন।
মঙ্গলবার আরও একটি ম্যাচ খেলতে নেমেছিল মোহনবাগান। রিলায়্যান্স ফাউন্ডেশনের যুব লিগে ২-০ গোলে তারা হারিয়েছে সুদেভা দিল্লি এফসিকে। তাদের হয়ে গোল করেন পাসাং ও উমের।
চলতি মরসুমে মোহনবাগান ও ইস্টবেঙ্গল মোট ১৪ বার মুখোমুখি হয়েছে। তার মধ্যে মোহনবাগান জিতেছে ১০ বার। দু’টি ম্যাচ ড্র হয়েছে। মরসুমে দু’টি ডার্বি জিতেছে ইস্টবেঙ্গল। সিনিয়রদের ডার্বিতে ইস্টবেঙ্গলের অবস্থা আরও খারাপ। আইএসএলে এখনও পর্যন্ত একটি ডার্বিও জিততে পারেনি তারা। মোট ১০ বারের সাক্ষাতে মোহনবাগান জিতেছে ন’বার। একটি ম্যাচ ড্র হয়েছে। এ বারও দু’টি ম্যাচ হারতে হয়েছে ইস্টবেঙ্গলকে। টানা দু’বার আইএসএল লিগ-শিল্ড জিতেছে মোহনবাগান। এ বার আইএসএল কাপ জেতার লক্ষ্যে তারা। অন্য দিকে আরও একটি মরসুমে প্লে-অফে উঠতে পারেনি ইস্টবেঙ্গল। অনেক লড়াই করেও ব্যর্থ হয়েছে লাল-হলুদ।