নাপোলিতে অনুশীলন শুরু করেই নতুন জল্পনার জন্ম দিলেন কেভিন ডি ব্রুয়েন। বেলজিয়ামের ফুটবলারকে একটি বিশেষ জার্সি পরে অনুশীলন করতে দেখা গিয়েছে। যা ফুটবলপ্রেমীদের মনে ফিরিয়ে আনছে প্রায় সাড় তিন দশক পুরনো স্মৃতি।
ম্যাঞ্চেস্টার সিটিতে টানা ১০ বছর খেলার পর এ বারই ইটালির ক্লাবে যোগ দিয়েছেন ডি ব্রুয়েন। বেলজিয়ামের মিডফিল্ডার নতুন ক্লাবে অনুশীলনও শুরু করেছেন। তাঁর অনুশীলন ঘিরে তৈরি হয়েছে নতুন জল্পনা। ডু ব্রুয়েনকে ১০ নম্বর জার্সি পরে অনুশীলন করতে দেখা গিয়েছে। প্রশ্ন উঠছে তবে কি দিয়েগো মারাদোনার ১০ নম্বর জার্সি আবার ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছেন নাপোলি কর্তৃপক্ষ?
১৯৮৪ থেকে ১৯৯১ পর্যন্ত ইটালির ক্লাবটির হয়ে খেলেছিলেন মারাদোনা। ফুটবলজীবনের সেরা সময় নাপোলিতেই কাটিয়েছেন তিনি। আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী প্রাক্তন অধিনায়কের সম্মানে নাপোলি কর্তৃপক্ষ ১০ নম্বর জার্সি কোনও ফুটবলারকে দিতেন না। ২০২০ সালে ১০ নম্বর জার্সিকে অবসরে পাঠিয়ে দেন তাঁরা। তবে কি সেই সিদ্ধান্ত থেকে সরে আসছে সিরি এ লিগের ক্লাবটি? ২৫ বছর পর আবার দেখা যাবে মারাদোনার ব্যবহৃত জার্সি?
আরও পড়ুন:
নাপোলি কর্তৃপক্ষ সরকারি ভাবে এখনও কিছু জানাননি। তবে দলের অনুশীলনে ডি ব্রুয়েনকে দেখে জল্পনা তৈরি হয়েছে ফুটবল মহলে। ১০ নম্বর অনুশীলন জার্সি পরিহিত ডি ব্রুয়েনের ছবি ভাইরাল হয়েছে সমাজমাধ্যমেও। মনে করা হচ্ছে, মারাদোনার মৃত্যুর পর আবার তাঁর ব্যবহৃত ১০ নম্বর জার্সি ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে নাপোলি। দু’বছরের চুক্তিতে যোগ দেওয়া বেলজিয়ামের মিডফিল্ডারের গায়েই আবার উঠতে পারে ‘মারাদোনার জার্সি’।