১৮ বছরে পা দিয়েই বিতর্কে জড়িয়ে পড়লেন লেমিনে ইয়ামাল। জন্মদিনের পার্টি আয়োজন করে বিপাকে স্পেনের তরুণ ফুটবলার। জড়িয়ে পড়তে পারেন আইনি জটিলতায়। তাঁর বিরুদ্ধে প্রতিবন্ধী আইনভঙ্গের অভিযোগ উঠেছে।
সাবালক হওয়ার জন্মদিনটা স্মরণীয় করে রাখতে চেয়েছিলেন বার্সেলোনার ফুটবলার। স্পেনের ইবিজায় আয়োজন করেছিলেন পার্টি। আমন্ত্রিত ছিলেন বার্সেলোনার দুই সতীর্থ আলেজান্দ্রো বালদে এবং গাভি। বিনোদনের জন্য পার্টিতে বিনোদনের জন্য কয়েক জন খর্বকায় মানুষকে ভাড়া করেন ইয়ামাল। অতিথিদের মজার জন্যই তাঁদের আনা হয়েছিল। তাতেই বিপাকে ১৮ বছরের ফুটবলার।
স্পেনের বিভিন্ন সমাজসেবী সংস্থা ইয়ামালের বিরুদ্ধে সোচ্চার হয়েছে। তাদের অভিযোগ, যাঁরা শারীরিক ভাবে বিভিন্ন গড়নের, সেই খর্বকায় মানুষদের ‘ভাঁড়’ হিসাবে ব্যবহার গ্রহণযোগ্য নয়। তাদের বক্তব্য, কোনও মানুষকেই এ ভাবে বিনোদনের জন্য ব্যবহার করা যায় না। বেশ কয়েকটি সংস্থা ইয়ামালের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে। স্পেনের সামাজিক অধিকার মন্ত্রককেও তদন্তের অনুরোধ জানিয়েছে কয়েকটি সংস্থা। তাদের অভিযোগ, ইয়ামাল দেশের প্রতিবন্ধী আইন লঙ্ঘন করেছেন। জন্মদিনের পার্টিতে বিনোদনের মাধ্যম হিসাবে খর্বকায় মানুষদের ব্যবহারকে ভাল নজরে দেখছে না স্পেন প্রশাসনও। ইয়ামালের বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত করতে পারে একাধিক সরকারি দফতর।
ইয়ামালের জন্মদিনের পার্টি আগেই আলোচনায় উঠে এসেছিল। ভিডিয়ো করা এবং পার্টিতে ফোন নিয়ে যাওয়া নিষিদ্ধ করা হয়েছিল। পার্টির প্রায় সব কিছুই গোপন রাখা হচ্ছিল। তাও সমাজমাধ্যমে পার্টির কিছু ভিডিয়ো প্রকাশ হয়ে গিয়েছে। সেগুলিতে দেখা গিয়েছে, বিনোদনের মাধ্যম হিসাবে খর্বকায় মানুষদের ব্যবহার করা হয়েছে ইয়ামালের জন্মদিনের পার্টিতে।
আরও পড়ুন:
পার্টির পরের দিনই বার্সেলোনায় ফুটবলারদের মেডিক্যাল ছিল। গভীর রাত পর্যন্ত পার্টি করে ইয়ামাল, গাভি এবং বালদে ক্লাবের মেডিক্যালে যোগ দিতে পারবেন কিনা, তা নিয়ে প্রশ্ন তৈরি হয়। কিছু দিন পর শুরু হবে নতুন মরসুম। সব ঠিক থাকলে ইয়ামালের গায়ে উঠতে পারে লিয়োনেল মেসির ১০ নম্বর জার্সি।