নেয়োমি ওসাকার পদক্ষেপ নিয়ে এ বার মতামত দিলেন বরিস বেকার ও নোভাক জোকোভিচ। জোকোভিচ এই জাপানি তারকার সিদ্ধান্তের জন্য তাঁকে সাহসী বললেও তাঁর প্রাক্তন প্রশিক্ষক বরিস বেকার কিন্তু ২৩ বছরের তরুণীর ভবিষ্যৎ নিয়ে বেশ চিন্তিত।
ফরাসি ওপেনের প্রথম রাউন্ড জেতার পর সাংবাদিক সম্মেলনে আসেন ‘জোকার’। সেখানে তাঁকে ওসাকার বিষয়ে প্রশ্ন করা হলে সার্বিয়ার এই তারকা বলেন, “আমি ওর সিদ্ধান্তকে সমর্থন করি। ওসাকা যে কাজটা করেছে সেটার জন্য সাহস দরকার হয়। গত কয়েক দিন ধরে ও তীব্র মানসিক কষ্টের মধ্যে দিন কাটাচ্ছিল। তাই হয়তো এমন পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে। তবে আমার বিশ্বাস যাবতীয় সমস্যা কাটিয়ে ওসাকা আরও শক্তিশালী হয়ে খুব দ্রুত কোর্টে ফিরে আসবে।”
ওসাকার এই পদক্ষেপের কারণ জানতে চাওয়া হলে জোকোভিচ অবশ্য অন্য একটা দিকও তুলে ধরেছেন। তিনি চিরাচরিত সংবাদমাধ্যম ও নেট মাধ্যমের তুলনা করেছেন। জোকোভিচ বলেন, “অতীতে খেলোয়াড় কিংবা সমাজের পরিচিত মানুষের প্রচার করার জন্য সংবাদমাধ্যম বড় ভূমিকা নিত। তবে গত ১০ বছরের চিত্রটা একেবারে বদলে গিয়েছে। ক্রীড়াবিদ কিংবা সমাজের অন্য জগতের সফল ব্যক্তিদের কোনও বক্তব্য রাখতে হলে টুইটার, ফেসবুক, ইনস্টাগ্রাম রয়েছে। সেখানেই সবাই নিজের মতামত জানায়। ভক্ত কিংবা সাংবাদিকদের জন্যও রসদ দিয়ে থাকে। যদিও নেট মাধ্যমের বাড়বাড়ন্ত চিরাচরিত সংবাদমাধ্যম মেনে নিতে পারে না। ওসাকা হয়তো সেই সমস্যার মুখোমুখি হয়েছে। ও সাংবাদিকদের পাত্তা দিয়ে চায়নি বলেই হয়তো আক্রান্ত হয়েছিল।”