বৃহস্পতিবার আইসিসি একদিনের ক্রিকেটের র্যাঙ্কিং প্রকাশ করল। তাতে ভারত অধিনায়ক বিরাট কোহালি শীর্ষে ধরে রেখেছেন। চোটের জন্য অস্ট্রেলিয়ার বিরুদ্ধে রোহিত শর্মা একদিনের সিরিজে না খেললেও র্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থান ধরে রেখেছেন তিনি।
ব্যাটিংয়ে প্রথম ১০-এ বিরাট (৮৭০) এবং রোহিত (৮৪২) ছাড়া অন্য কোনও ভারতীয় নেই। ৩ নম্বরে রয়েছেন পাকিস্তানের বাবর আজম (৮৩৭)। প্রথম পাঁচে জায়গা করে নিয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ। ৭৯১ পয়েন্ট নিয়ে তিনি রয়েছেন পঞ্চম স্থানে। চতুর্থ স্থানে নিউজিল্যান্ডের রস টেলর (৮১৮)।