বিশ্বকাপ জয়ের দুই দাবিদার হিসাবে অনেক বিশেষজ্ঞই এগিয়ে রাখছেন ইংল্যান্ড, অস্ট্রেলিয়াকে। কাপের লড়াইয়ে নামার আগে দেখা যাচ্ছে, দুই দেশই ছন্দে আছে। সোমবার প্রস্তুতি ম্যাচে সহজ জয় পেল ইংল্যান্ড, অস্ট্রেলিয়া। ইংল্যান্ডের সামনে কোনও প্রতিরোধই গড়ে তুলতে পারল না আফগানিস্তান। অন্য ম্যাচে শ্রীলঙ্কাকেও সহজে হারিয়ে দিল অস্ট্রেলিয়া।
ওভালে প্রথমে ব্যাট করে আফগানিস্তান তোলে ১৬০ রানে। বিশ্বকাপের জন্য যাঁকে শেষ মুহুর্তে দলে নেওয়া হয়েছিল, সেই জোফ্রা আর্চার তিন উইকেট নিয়ে গেলেন। তিন উইকেট তুলে চমকে দিলেন জো রুটও। এ বারের প্রস্তুতি ম্যাচগুলোয় দেখা যাচ্ছে অনিয়মিত বোলারদের দিয়ে বল করাচ্ছেন অনেক অধিনায়ক। যেমন অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথও কয়েক ওভার হাত ঘুরিয়েছেন। এ দিন রুটকে দিয়েও ছয় ওভার বল করান ইংল্যান্ড অধিনায়ক অইন মর্গ্যান। বাইশ রানে তিন উইকেট নেন অনিয়মিত স্পিনার রুট।
প্রস্তুতি ম্যাচে পাকিস্তানকে হারালেও ইংল্যান্ড ব্যাটসম্যানদের কোনও চ্যালেঞ্জের মুখেই ফেলতে পারেননি আফগান বোলাররা। জনি বেয়ারস্টো ২২ বলে ৩৯ রান করে আউট হয়ে গেলেও দুরন্ত ফর্মে থাকা জেসন রয় ৪৬ বলে ৮৯ রান করে অপরাজিত থাকেন। রুটের ব্যাট থেকে আসে অপরাজিত ২৯। জয়ের রান মাত্র ১৭.৩ ওভারে তুলে নেয় ইংল্যান্ড।