চিরপ্রতিদ্বন্দ্বী দেশের কাছে হারের পরে তুমুল সমালোচিত গোটা পাকিস্তান ক্রিকেট টিম। নিন্দুকদের বক্তব্য, প্রথম থেকেই পাকিস্তান ক্রিকেটারদের মধ্যে কেমন যেন একটা গা ছাড়া ভাব দেখা গিয়েছিল। গুরুত্বপূর্ণ সময়ে রান আউট করতে পারেননি সরফরাজরা। ভারতের কাছে হেরে যাওয়ায় পাক অধিনায়ককে নিয়ে কম মজা করা হয়নি সোশ্যাল মিডিয়ায়!
টুইটারে সরফরাজের একটি ছবি ছড়িয়ে পড়ে। সেই ছবিতে দেখা যাচ্ছে পাক উইকেটকিপার হাই তুলছেন। পাকিস্তান অধিনায়কের এমন ছবি দেখে কেউ লেখেন, ‘‘সরফরাজের মাঠে দাঁড়িয়ে হাই তোলা আমাকে অফিসের লাঞ্চের সময়ের কথা মনে করিয়ে দিচ্ছে। লাঞ্চের পরে আমার ঠিক এই অবস্থা হত।’’ কেউ আবার মজা করে লিখেছেন,“মনে হচ্ছে লাঞ্চের সময় খাওয়া একটু বেশি হয়ে গিয়েছে।’’ টুইটারে এমনও লেখা হয়, ‘‘কাল রাতে সরফরাজের ঘুম ভাল হয়নি।’’ প্রশ্ন হল, কখন সরফরাজকে হাই তুলতে দেখলেন টুইটার ব্যবহারকারীরা? রবিবার একাধিক বার বৃষ্টি থাবা বসায় ম্যাচে। ভারতের ইনিংসের ৪৬.৪ ওভারে বৃষ্টি নামে। খেলা বন্ধ থাকে কিছুক্ষণের জন্য। বৃষ্টি থামার পরে খেলা শুরু হলে পাক অধিনায়ককে হাই তুলতে দেখা যায় টেলিভিশনে। তখনই সরফরাজের হাই তোলার ছবিটি ভাইরাল হয়ে যায়।
ইতিমধ্যেই সরফরাজের প্রবল সমালোচনা করা হচ্ছে। প্রাক্তন পেসার শোয়েব আখতারও নেমেছেন তাঁর সমালোচনায়। এই ছবি দেখার পরে প্রাক্তন ক্রিকেটারদের আরও সমালোচনার মুখে পড়তে পারেন সরফরাজ।
احسن (__)
Sarfarz Shame does not come to you pic.twitter.com/qp5hPn4zTx
— Muhammad Asif Mirza (@MASIFMIRZA052) June 17, 2019
احسن (__)
احسن (__)
احسن (__)