Advertisement
২৬ এপ্রিল ২০২৪
শাস্ত্রী

রাহানের শতরানই ম্যাচের টার্নিং পয়েন্ট, বলছেন শাস্ত্রী

শুধু শতরানই নয়, গোটা ম্যাচে রাহানের নেতৃত্ব দেওয়ার ক্ষমতাও প্রশংসিত হয়েছে।

রাহানের অধিনায়কত্বে খুশি শাস্ত্রী। ফাইল ছবি

রাহানের অধিনায়কত্বে খুশি শাস্ত্রী। ফাইল ছবি

সংবাদ সংস্থা
মেলবোর্ন শেষ আপডেট: ২৯ ডিসেম্বর ২০২০ ১৫:৪১
Share: Save:

বিরাট কোহালির অনুপস্থিতিতে অজিঙ্কা রাহানের ঠান্ডা মাথা দেখে মুগ্ধ ভারতীয় দলের কোচ রবি শাস্ত্রী। তিনি যে এ ক্ষেত্রে একেবারেই বিরাট কোহালির বিপরীত, সেটাও বুঝিয়ে দিয়েছেন শাস্ত্রী।

শুধু শতরানই নয়, গোটা ম্যাচে রাহানের নেতৃত্ব দেওয়ার ক্ষমতাও প্রশংসিত হয়েছে। শাস্ত্রী বলেছেন, ‘‘রাহানে খুব বুদ্ধিমান নেতা এবং ম্যাচটা ভাল বুঝতে পারে। আমার মতে, যাদের অভিষেক হয়েছে তাদের এবং বোলারদের খুব সাহায্য করেছে ওর এই ঠান্ডা মাথা। এমনকী উমেশ যাদবকে হারানোর পরেও ওরা ঘাবড়ে না গিয়ে মাথা ঠান্ডা রেখেছে।’’

কোহালি এবং রাহানের অধিনায়কত্বের পার্থক্যও তুলে ধরেছেন শাস্ত্রী। বলেছেন, ‘‘দেখুন, দু’জনেই খেলাটা ভাল বুঝতে পারে। বিরাট খেলার প্রতি খুব প্যাশনেট। রাহানে আবার শান্ত, ধীরস্থির। এটাই ওদের চরিত্রের মূল পার্থক্য। বিরাট মুখের ওপর জবাব দিতে ভালবাসে। রাহানে সেখানে চাপের মুখেও শান্ত থাকে। কিন্তু যেটা ভাবছে সেটা করে দেখায়।’’

আরও খবর: বিরাট, রোহিত ছাড়াই জয় অসাধারণ কৃতিত্ব, বললেন সচিন

আরও খবর: এখান থেকেই এগিয়ে যাওয়ার শুরু, বলছেন কোহালি

প্রথম ইনিংসে রাহানের শতরানকেই দ্বিতীয় টেস্টের টার্নিং পয়েন্ট হিসেবে উল্লেখ করেছেন শাস্ত্রী। বলেছেন, ‘‘এত বড় একটা মঞ্চে দুর্দান্ত শৃঙ্খলা দেখাল। যখন ব্যাট করতে নামল তখন আমরা ৬০ রানে ২ উইকেট হারিয়েছি। তারপর টানা ছ’ঘণ্টা ব্যাট করে গেল। তা-ও এমন একটা দিনে যে দিন ব্যাট করা সব থেকে কঠিন ছিল। কী অসাধারণ মনঃসংযোগ দেখিয়েছে। তাই আমার কাছে ওটাই ম্যাচের টার্নিং পয়েন্ট।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

virat kohli Ravi Shastri Tim Paine Ajinkya Rahane
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE