Advertisement
০৪ মে ২০২৪
India-New Zealand Test Series

পর্যুদস্ত হয়েছি, মানছেন কোহালি

ভারত অধিনায়ক সঙ্গে এটাও মেনে নিচ্ছেন, টেস্ট সিরিজে ভারতীয় ব্যাটিং শক্তিকে রীতিমতো নড়বড়ে দেখিয়েছে।

বিরাট কোহলি। ছবি: এএফপি।

বিরাট কোহলি। ছবি: এএফপি।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ০৩ মার্চ ২০২০ ০৪:০৫
Share: Save:

ওয়ান ডে সিরিজের পরে টেস্ট সিরিজেও ০-২ হার। স্বভাবতই নিউজ়িল্যান্ডে ভারতীয় ক্রিকেট দলের পারফরম্যান্সে হতাশ বিরাট কোহালি। মেনে নিচ্ছেন, কেন উইলসিয়ামসনের নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে পর্যুদস্ত হয়েছেন তাঁরা।

ভারত অধিনায়ক সঙ্গে এটাও মেনে নিচ্ছেন, টেস্ট সিরিজে ভারতীয় ব্যাটিং শক্তিকে রীতিমতো নড়বড়ে দেখিয়েছে। ঠাসা ক্রীড়াসূচির মধ্যেও দ্রুত এই সমস্যার সমাধান করতে হবে বলে বলে জানান তিনি।

বিরাটের কথায়, ‘‘যে ভাবে টেস্ট সিরিজে ভারতীয় দল যে ক্রিকেট খেলেছে তা হতাশাজনক। নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে পুরোপুরি পর্যুদস্ত হয়েছি আমরা।’’ দ্বিতীয় টেস্টে নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে সাত উইকেটে হারের প্রসঙ্গে বিরাটের মূল্যায়ন, ‘‘দল হিসেবে যে আগ্রাসী ক্রিকেট আমরা সাম্প্রতিককালে খেলে এসেছি, সেই খেলাটা নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে খেলা যায়নি।’’

ঠিক কোন জায়গায় ভুল হচ্ছে সে ব্যাপারে কোহালির কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন যে, প্রতিকূল পরিবেশে সিরিজ খেলতে গেলে যে দৃষ্টিভঙ্গি দরকার ছিল, তা ঠিক ছিল না। ভারত অধিনায়কের কথায়, ‘‘বিরুদ্ধ পরিস্থিতিতে আমরা যে ভাবে পরিকল্পনা করেছিলাম, আর তার পরে যে ভাবে আমরা পরিস্থিতির সম্মুখীন হয়েছি, তা মেলেনি। ইতিবাচক মানসিকতারও তফাত ছিল। সাহসের সঙ্গে প্রতিকূল পরিস্থিতির মোকাবিলা করা যায়নি। আর এগুলোর প্রতিফলন
পড়েছে মাঠে।’’

বিশ্বকাপের সেমিফাইনালে নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে হার কিংবা তার পরে চলতি ওয়ান ডে ও টেস্ট সিরিজেও হারতে হল ভারতকে। ফলে প্রশ্ন উঠছে, নিউজ়িল্যান্ডের মুখোমুখি হলেই ভারত হেরে যাচ্ছে? যা মানতে রাজি নন বিরাট। তাঁর কথায়, ‘‘নিউজ়িল্যান্ড সফরের শুরুতে কেউ এই প্রসঙ্গ তোলেননি। একটা টেস্ট সিরিজ বা বিশ্বকাপের সেমিফাইনালে হারলেই বলা যায় না নিউজ়িল্যান্ডের মুখোমুখি হলেই হারছে ভারত। বিশ্বকাপের ওই সেমিফাইনাল বা চলতি টেস্ট সিরিজে ভারতের চেয়ে ভাল খেলেছে নিউজ়িল্যান্ড। যা স্বীকার করতে কোনও লজ্জা নেই। এ ব্যাপারে অহেতুক বিতর্ক চাইছি না।’’ উল্লেখ্য, নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে ভারত
জিতেছিল ৫-০।

নিউজ়িল্যান্ড সফরে যে সব দুর্বলতা প্রকট হয়েছে, তা দ্রুত শুধরে নেওয়া যাবে কি না তা জানতে চাওয়া হলে বিরাট বলেন, ‘‘এ ব্যাপারে দু’টো পদ্ধতি রয়েছে। পরের ম্যাচ পর্যন্ত অপেক্ষা করা অথবা খেলার মধ্যেই শুধরে নেওয়া।’’ যোগ করেন, ‘‘প্রচুর ক্রিকেট খেলার সুবিধা হল, অনেক ম্যাচ পাওয়া যায়। সেখানে ভুলত্রুটি শুধরে প্রয়োগের সময় পাওয়া যায়। এ ক্ষেত্রে ভারসাম্যের দরকার। বেশি চিন্তা করার যেমন কিছু নেই। তেমনই এই সমস্যা অস্বীকারও করা যায় না।’’

বিশেষ ভাবে কোন বিষয়ে মেরামত দরকার, তা জানতে চাওয়া হলে বিরাটের প্রতিক্রিয়া, ‘‘ব্যাটিংয়ে ব্যর্থ হয়েছি আমরা। তা ছাড়া প্রথম দিন থেকেই পরিস্থিতি আমাদের পক্ষে ছিল না। বৃষ্টি, স্যাঁতসেঁতে পিচ— এই বিষয়গুলো নিয়ে আগে আলোচনা হয়নি। যদি পরিস্থিতি কী ভাবে সামলাতে হবে সে ব্যাপারে মস্তিষ্ক ওয়াকিবহাল না থাকে, তা হলে পা চলবে না।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

India-New Zealand Test Series Virat Kohli
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE