সিরিজ নির্ণায়ক টেস্টে নিজেদেরই এগিয়ে রাখছেন স্টিভ স্মিথ। তাঁর মতে, বলটা শুধু ঠিক জায়গায় ফেলতে পারলেই তাঁদের কার্যসিদ্ধি হয়ে যাবে।
সোমবারের খেলার শেষে সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, ‘‘আমার মনে হয়, ম্যাচের পাল্লা আমাদের দিকেই ভারি। উইকেট তো আজ থেকেই একটু অন্যরকম নে হল। তাই কাল মূল কাজটা হল, ঠিকঠাক জায়গায় বলটা ফেলা। তাহলেই হবে। বাকি কাজটা পঞ্চম দিনের উইকেটই করে দেবে। আশা করব যেসব সুযোগগুলো আসবে, সেগুলো আমরা কাজে লাগাতে পারব।’’
বৃষ্টির পূর্বাভাস আছে। তবে সেটা নিয়ে ভাবতে নারাজ স্মিথ। বলেন, ‘‘সেটা হলে তো কিছু করার নেই। যেগুলো আমাদের হাতে আছে, শুধু সেগুলো নিয়েই ভাবতে চাই।’’ সেই ভাবনা থেকেই প্যাট কামিন্স, নেথান লায়নদের জন্য তাঁর পরামর্শ, ‘‘বোলারদের ধৈর্য ধরতে হবে। অতিরিক্ত পরীক্ষা-নিরীক্ষায় গিয়ে লাভ নেই। ঠিক জায়গায় বলটা রাখতে হবে।বাকি কাজটা এমনিই হবে। এই ধরনের উইকেটে বেশি পরীক্ষা-নিরীক্ষা করতে গেলেই ডুবতে হবে।’’