ভারতীয় ক্রিকেটের সঙ্গে অঙ্গাঙ্গী ভাবে জড়িয়ে গিয়েছে একটি বিশেষ সংখ্যা। সেটি হল ৩৬। ভারতীয় ক্রিকেটের ইতিহাসে কী ভাবে এই সংখ্যা তাৎপর্য্যপূর্ণ তা ব্যাখ্যা করলেন রবি শাস্ত্রী। বুধবার একটি টুইটে জাতীয় দলের কোচ জানিয়েছেন, তাঁর নিজের ক্রিকেটজীবনে তো বটেই, ৩৬ সংখ্যা জড়িয়ে রয়েছে ভারতীয় ক্রিকেটের ইতিহাসেও।
শাস্ত্রীর টুইট, “ওহ, অনেক বেশি ৩৬ রয়েছে। আমার ছ’টা ছয়। অ্যাডিলেডে দলের স্কোর ৩৬। ৩৬তম একদিনের ম্যাচ। গাওস্করের ৩৬। যুবরাজের ছ’টা ছয়। হয়তো আরও হবে আগামী দিনে।”
উল্লেখ্য, মুম্বইয়ের হয়ে খেলার সময় বরোদার বিরুদ্ধে ১৯৮৪-৮৫ মরশুমে রঞ্জি ট্রফিতে এক ওভারে ছ’টি ছয় মেরেছিলেন শাস্ত্রী। পরে ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপে যুবরাজ সিংহ ছয় ছক্কা মারার দিনেও তিনি ধারাভাষ্য দিচ্ছিলেন।
Ha... Too many 36's. Six 6s mine. Team 36 Adelaide. One day number 36. Gavaskar 36. @YUVSTRONG12 six 6s. Could be more…🇮🇳🙌🏻 pic.twitter.com/WUG9BxCzzT
— Ravi Shastri (@RaviShastriOfc) March 10, 2021
১৯৭৫ বিশ্বকাপে ভারত বনাম ইংল্যান্ডের ম্যাচ ছিল একদিনের ক্রিকেটে ৩৬তম ম্যাচ। সেই ম্যাচে ইংল্যান্ডের ৩৩৫ রান তাড়া করতে নেমে ১৭৪ বলে ৩৬ রানে অপরাজিত ছিলেন সুনীল গাওস্কর। কেন এত ধীরে তিনি ওই ইনিংস খেলেছিলেন, তা আজও রহস্য।
২০২০-র ডিসেম্বরে দিন-রাতের টেস্টে অ্যাডিলেডে ভারতের ৩৬ রানে অলআউট হয়ে যাওয়া এই সংখ্যার সাম্প্রতিক নিদর্শন।