তরুণ উইকেট রক্ষক ঋষভ পন্থের কান্ড দেখে এ বার চেয়ার ছেড়ে উঠে পড়লেন বিরাট কোহালি। দেশের মাঠে প্রথম টেস্ট শতরান বলে কথা। তাও আবার জো রুটকে মিড উইকেটের উপর দিয়ে ওভার বাউন্ডারি মেরে শতরান পূর্ণ করেছেন। পন্থের এমন কীর্তিতে গর্বিত ভারত অধিনায়ক। সেই ভিডিয়ো নেট মাধ্যমে ভাইরাল।
ড্রেসিংরুমের এক দিকে রাখা একটা চেয়ারে বসে পন্থের ব্যাটিং বিস্ফোরণ দেখছিলেন কোহালি। ছয় মেরে তিন অঙ্কে পৌঁছতেই সেই চেয়ার ছেড়ে সোজা বারান্দার দিকে দৌড়ে চলে যান বিরাট। মুখে একগাল হাসি ও হাততালি দিয়ে অভিনন্দন জানান।
তবে চলতি সিরিজে এমন ঘটনা কিন্তু নতুন। পন্থের ব্যাটিং তান্ডব আগেও উপভোগ করেছেন বিরাট। চিপকে দ্বিতীয় টেস্ট চলার সময় এমনই একটি ঘটনা ঘটেছিল। সে বারও রুটকেই মেরেছিলেন পন্থ। ইনিংসের তখন ৯১তম ওভার। সেই ওভারের ৩ নম্বর বলে এগিয়ে এসে লং অনের উপর দিয়ে গ্যালারিতে ফেলে দিলেন। একদম সৌরভ গঙ্গোপাধ্যায়ের ছক্কা মারার মেজাজে। পন্থের এমন মেজাজ দেখে অবাক হয়ে গিয়েছিলেন বিরাট।
Kohli running forward to Appreciate Pant.
— King 🤴
When is your show idolo?😔 pic.twitter.com/EASAfCVheJ(@Pran33Th__18) March 5, 2021
Virat Kohli's reaction. pic.twitter.com/ipqAvICGlN
— Simran (@CowCorner9) February 14, 2021