Advertisement
০৫ ডিসেম্বর ২০২৩
BCCI

India vs England: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ক্রমতালিকায় শীর্ষে বিরাট কোহলীর ভারত

লিডসে তৃতীয় টেস্টে ইংল্যান্ডের বিরুদ্ধে বেকায়দায় রয়েছে ভারত। তবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ক্রমতালিকায় শীর্ষে রয়েছে তারা।

কোহলীরা শীর্ষে।

কোহলীরা শীর্ষে। ছবি রয়টার্স

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ২৬ অগস্ট ২০২১ ১৪:৪৬
Share: Save:

লিডসে তৃতীয় টেস্টে ইংল্যান্ডের বিরুদ্ধে বেকায়দায় রয়েছে ভারত। তবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ক্রমতালিকায় শীর্ষে রয়েছে তারা। লর্ডসে জেতার জন্যই তারা শীর্ষে রয়েছে।

ইংল্যান্ড সফরে প্রথম টেস্ট ড্র হওয়ায় চার পয়েন্ট পেয়েছিল ভারত। লর্ডসে জেতায় ১২ পয়েন্ট ঢুকেছে ভারতের ঘরে। তবে ১৬ পয়েন্টের জায়গায় ভারতের খাতায় এখন ১৪ পয়েন্ট রয়েছে। কারণ টেস্টে মন্থর বোলিংয়ের জন্যে দু’পয়েন্ট কাটা গিয়েছে তাদের। আইসিসি-র নিয়ম অনুযায়ী প্রতি ওভার কম হওয়ার জন্য এক পয়েন্ট করে কাটা যাবে।

ভারতের পিছনেই রয়েছে পাকিস্তান এবং ওয়েস্ট ইন্ডিজ। দু’দলেরই রয়েছে ১২ পয়েন্ট। ইংল্যান্ড দু’পয়েন্ট নিয়ে রয়েছে চতুর্থ স্থানে। লিডস টেস্টে জিতলে তারা পাবে ১২ পয়েন্ট। সেক্ষেত্রে ভারতকে ক্রমতালিকায় ছুঁয়ে ফেলবে তারা। বাকি কোনও দল এখনও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অধীনে খেলেনি।

চলতি বিশ্ব চ্যাম্পিয়নশিপ চলবে ২০২৩ পর্যন্ত। প্রথম বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলেছিল ভারত এবং নিউজিল্যান্ড। বৃষ্টিবিঘ্নিত সেই ফাইনালে জেতে নিউজিল্যান্ড।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE