সৌরভ গঙ্গোপাধ্যায়ের ভারতীয় দল, মহেন্দ্র সিংহ ধোনির ভারতীয় দল, বা তাঁর নিজের দল, সবার থেকে বিরাট কোহালির এই দলকে এগিয়ে রাখলেন সুনীল গাওস্কর। সানির মতে, কোহালির এই দলই ভারতের সর্বকালের সেরা দল।
ধারাভাষ্য দেওয়ার সময় গাওস্কর বলেন, ‘‘ভারতীয় ক্রিকেটের ইতিহাস ঘাঁটলে বলা যেতেই পারে, এই দলটাই সবার সেরা।’’ তাঁর ব্যাখ্যা, ‘‘এই দলটা নিয়মিত জিতছে। ধারাবাহিক ভাবে ভাল খেলে চলেছে। নয়ের দশকে স্টিভ ওয়ের অস্ট্রেলিয়াকে মনে পড়ছে। তারপর ক্লাইভ লয়েড, ভিভ রিচার্ডস, ব্রায়ান লারাদের ওয়েস্ট ইন্ডিজও দীর্ঘ দিন রাজত্ব করেছে। অর্থাৎ আমাদের হাতে এখন এমন একটা দল রয়েছে, যারা স্টিভ, রিচার্ডসদের দলের সঙ্গে তুলনীয়। সাতের দশক থেকে আটের দশক পর্যন্ত আরও কিছু দল আছে, যারা নিয়মিত জিতেছে। কোহালির এই দলটাও সব জায়গায় জিতেছে।’’
ডেভিড ওয়ার্নার, স্টিভ স্মিথের অস্ট্রেলিয়াকে হারানোটা বিরাট ব্যাপার জানিয়ে গাওস্কর বলেন, ‘‘এবার অস্ট্রেলিয়া দলে সবাই ছিল। ফলে অস্ট্রেলিয়া যথেষ্ট শক্তিশালী ছিল। সেগুলো বিচার করে বলাই যায়, এই ভারতীয় দল সর্বকালের সেরা।’’