সবার সেরা বিরাটের ভারত। ওভালে রুটদের হারানোর পর উচ্ছ্বাস প্রকাশ করে টুইট করলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। বিরাটদের ঘুরে দাঁড়ানো নিয়ে প্রশংসা করলেন সচিন তেন্ডুলকর। সিরিজ জয়ের স্বপ্ন দেখছেন তিনি।
টুইটারে বিসিসিআই সভাপতি সৌরভ লেখেন, ‘দারুণ জয়, চাপ নিয়ে খেলল ভারত।আর এই কারণেই ভারত অন্যান্য দেশের তুলনায় অনেক এগিয়ে।’
প্রথম ইনিংসে ১৯১ রানে বিরাটদের ইনিংস শেষ হলেও দ্বিতীয় ইনিংসে দারুণ ভাবে ঘুরে দাঁড়ান ভারতের ব্যাটসম্যানরা। ৪৬৬ রান তোলেন রোহিত-শার্দূলরা এই নিয়েই প্রশংসা করেছেন সচিন।
Great show ..The skill is the difference but the biggest difference is the absorbing power of pressure..indian cricket is far ahead then the rest @BCCI
— Sourav Ganguly (@SGanguly99) September 6, 2021
ভারতের জয়ের মুহূর্তের ছবি দিয়ে ফেসবুকে সচিন লেখেন, ‘দারুণ ভাবে ঘুরে দাঁড়াল ভারত। একবার নয়, বারবার ঘুরে দাঁড়িয়েছে ভারত। চতুর্থ দিনে ইংল্যান্ড উইকেট না হারালেও পঞ্চম দিনে তাদের হারাল ভারত। এখনও অনেক এগোতে হবে।’ এরপর সচিন লিখেছেন, ‘৩-১-এ সিরিজ জিতুক ভারত।’