Advertisement
১৯ মে ২০২৪
IPL 2020

২ রানে জিতে ফাইনালে সুপারনোভাস

২০ ওভারে সুপারনোভাস করে ১৪৬ রান। ট্রেলব্লেজার্স থামে ১৪৪ রানে।

জয়ের পরে হরমনপ্রীতের দল। ছবি-সোশ্যাল মিডিয়া।

জয়ের পরে হরমনপ্রীতের দল। ছবি-সোশ্যাল মিডিয়া।

সংবাদ সংস্থা
শারজা শেষ আপডেট: ০৭ নভেম্বর ২০২০ ১৯:৩৫
Share: Save:

টি টোয়েন্টি চ্যালেঞ্জের ফাইনালে গেল সুপারনোভাস। শনিবার হরমনপ্রীতের দল ২ রানে ম্যাচ জিতে নিল। সুপারনোভাস এ দিন জেতার ফলে টুর্নামেন্ট থেকে ছিটকে গেল ভেলোসিটি। সোমবারের ফাইনালে সুপারনোভাসের সামনে ট্রেলব্লেজার্স।

প্রথম ম্যাচে মিতালি রাজের ভেলোসিটির কাছে হেরে গিয়েছিল সুপারনোভাস। পরের ম্যাচেই ভেলোসিটিকে বিধ্বস্ত করে স্মৃতি মান্ধানার ট্রেলব্লেজার্স। তাদের বোলিংয়ের সামনে ভেলোসিটি ভেঙে পড়ে মাত্র ৪৭ রানে। পুরো ২০ ওভারও ব্যাট করতে পারেনি ভেলোসিটি। ৭.৫ ওভারে ম্যাচ জিতে নেয় ট্রেলব্লেজার্স। আজ, শনিবার ট্রেলব্লেজার্সের বিরুদ্ধে সুপারনোভাসের মরণবাঁচন ম্যাচ ছিল। সেই ম্যাচ জিতে টুর্নামেন্টের ফাইনালে গেল সুপারনোভাস।

এ দিন টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন হরমনপ্রীত। বেশ ভাল শুরু করেন সুপারনোভাসের দুই ওপেনার আটাপাট্টু ও প্রিয়া পুনিয়া। ট্রেলব্লেজার্সের বোলারদের আক্রমণ করেন আটাপাট্টু। অন্য দিকে প্রিয়া পুনিয়া স্ট্রাইক রোটেট করেন। সলমা খাতুনকে মারতে গিয়ে ডিপ মিড উইকেটে দীপ্তি শর্মার হাতে ধরা পড়েন প্রিয়া পুনিয়া (৩০)। তার আগে অবশ্য দুই ওপেনার ৮৯ রান করেন।

দলের ইনিংস টেনে নিয়ে যান আটাপাট্টু। ৪৮ বলে ৬৭ রানের ইনিংস খেলে আউট হন তিনি। প্রথম খেলোয়াড় হিসেবে পঞ্চাশ করেন তিনি। কিন্তু ফেরার পরে রানের গতি কমে গিয়েছিল। জেমাইমাকে (১) আউট করেন ঝুলন। শশীকলা (২) রান আউট হন। হরমনপ্রীত ২৯ বলে ৩১ রান করে রান আউট হন। রান আউট হন অনুজা পটেলও। শেষ ওভারে সুপারনোভাসের তিন জন রান আউট হন। ২০ ওভারে সুপারনোভাস করে ৬ উইকেটে ১৪৬ রান।

রান তাড়া করতে নেমে ট্রেলব্লেজার্সের শুরুটা ভাল হয়। ১৫ বলে ২৭ রান করে আউট হন ওপেনার ডটিন। রিচা ঘোষ প্রথম বলে বাউন্ডারি মারলেও দ্বিতীয় বলে বোল্ড হন। স্মৃতি মান্ধানা দলকে টানছিলেন। অনুজা পাটিলের বলে তাঁর হাতেই ক্যাচ দিয়ে ফেরেন ট্রেলব্লেজার্স ক্যাপ্টেন (৩৩)। হেমলতা মাত্র ৪ রান করেন। দীপ্তি শর্মা ও হারলিন ৫২ রানের পার্টনারশিপ গড়েন। এই দু'জনের ব্যাটে জয়ের রাস্তা প্রশস্ত হলেও, শেষ ওভারের পঞ্চম বলে আউট হন হারলিন (২৭)। আর তার ফলে ম্যাচও হারতে হল তাদের। কাজে এল না দীপ্তি শর্মার অপরাজিত ৪৩ রানের ইনিংস। ট্রেলব্লেজার্স থামল ১৪৪ রানে। তিনটি দল একটি করে ম্যাচ জিতলেও রান রেট ভাল থাকায় ফাইনালে পৌঁছল ট্রেলব্লেজার্স এবং সুপারনোভাস ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

IPL 2020 Trailblazers Supernovas
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE