Advertisement
১০ অক্টোবর ২০২৪
IPL 2021

মায়ের মৃত্যু, আর এক আম্পায়ার আইপিএল-এর জৈব সুরক্ষা বলয় ছেড়ে বেরিয়ে গেলেন

দিল্লির হয়ে রঞ্জি ট্রফি খেলা প্রাক্তন ক্রিকেটার মনু আইপিএল-এর মুম্বই পর্বে ম্যাচ পরিচালনা করেছিলেন।

মনু আয়ার।

মনু আয়ার। ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ৩০ এপ্রিল ২০২১ ১৭:৩২
Share: Save:

নীতীন মেনন, পল রেফেলের পর এবার আইপিএল-এর জৈব সুরক্ষা বলয় ছেড়ে বেরিয়ে গেলেন আর এক ম্যাচ পরিচালক। মায়ের মৃত্যুর কারণে ম্যাচ রেফারি মনু নায়ার আইপিএল-এর বলয় ছেড়ে আপাতত বেরিয়ে যাচ্ছেন। মঙ্গলবার দিল্লি বনাম বেঙ্গালুরুর ম্যাচ পরিচালনা করেছিলেন তিনি।

সংবাদ সংস্থাকে বোর্ডের এক কর্তা জানিয়েছেন, “বুধবার রাতে মনুর মা মারা গিয়েছেন। পর দিন সকালে উনি ঘুম থেকে আর ওঠেননি। মনু জৈব সুরক্ষা বলয় ছেড়ে এখন দিল্লিতে রয়েছেন। আমরা জানি না উনি আর বলয়ে যোগ দেবেন কি না।”

দিল্লির হয়ে রঞ্জি ট্রফি খেলা প্রাক্তন ক্রিকেটার মনু আইপিএল-এর মুম্বই পর্বে ম্যাচ পরিচালনা করেছিলেন। এরপরে তাঁকে আমদাবাদের দায়িত্ব দেওয়া হয়। জানা গিয়েছে, বৃহস্পতিবারই তিনি পরিবারের সঙ্গে দিল্লিতে যোগ দিয়েছেন। তবে ঠিক কী কারণে তাঁর মায়ের মৃত্যু হয়েছে তা এখনও জানা যায়নি। তিনজন আম্পায়ার প্রতিযোগিতা ছাড়লেও এখনও নতুন কোনও আম্পায়ার অন্তর্ভুক্ত করার কথা ঘোষণা করেনি বিসিসিআই।

অন্য বিষয়গুলি:

umpire IPL 2021 bio bubble
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE