এক জন আইপিএলের সর্বোচ্চ রানশিকারি। আর এক জন আইপিএলের সর্বোচ্চ উইকেটসংগ্রাহক। দু’জনেই দুর্দান্ত ছন্দে রয়েছেন। তবে আচমকাই ভূমিকা বদলে গেল জস বাটলার এবং যুজবেন্দ্র চহালের। রাজস্থানের পোস্ট করা একটি ভিডিয়োয় দেখা গিয়েছে, হঠাৎ করেই স্পিনার হয়ে গিয়েছেন বাটলার। ব্যাটার হয়ে গিয়েছেন চহাল। কেন এমন করলেন তাঁরা?
বল হাতে বাটলার সফল না হলেও, ব্যাট হাতে চহাল কিন্তু চমকে দিলেন। বাটলারের একের পর এক বলে তিনি বাউন্ডারি মেরেছেন। তাঁর নিজের দাবি, বাটলারের একটি ওভারে তিনি নাকি ৩০ রান নিয়েছেন! যদিও পুরো ব্যাপারটাই হয়েছে মজার ছলে।