গুজরাত টাইটান্সের বিরুদ্ধে খেলতে পারবেন না জেসন রয়। টসের সময় নীতীশ রানা জানালেন যে ইংরেজ ওপেনারের চোট রয়েছে। জেসনের পিঠে ব্যথা থাকায় খেলতে পারছেন না তিনি।
কলকাতা নাইট রাইডার্সের হয়ে ধারাবাহিক ভাবে রান করছিলেন জেসন। ওপেন করতে নেমে দলের ভরসা হয়ে উঠতে পেরেছিলেন তিনি। কিন্তু গুজরাতের বিরুদ্ধে শনিবার মাঠে নামার আগেই জানা গেল যে তিনি এই ম্যাচে নেই। টসের সময় নীতীশ বলেন, “জেসন রয়ের পিঠে ব্যথা রয়েছে। ও খেলতে পারবে না। জেসনের জায়গায় রহমানুল্লা গুরবাজ এসেছে।”
দলে তিনটি পরিবর্তন করেছে কেকেআর। গুরবাজ ছাড়াও দলে এসেছেন হর্ষিত রানা এবং শার্দূল ঠাকুর। শনিবার কেকেআরের চার বিদেশি গুরবাজ, আন্দ্রে রাসেল, সুনীল নারাইন এবং ডেভিড উইজ়া।
🚨 Toss Update 🚨@gujarat_titans win the toss and elect to field first against @KKRiders.
— IndianPremierLeague (@IPL) April 29, 2023
Follow the match ▶️ https://t.co/SZJorCvgb8 #TATAIPL | #KKRvGT pic.twitter.com/ULGknB2aFd
আরও পড়ুন:
কেকেআরের হয়ে তিনটি ম্যাচ খেলেছেন জেসন। তিনি দু’টি অর্ধশতরান-সহ ১৬০ রান করেন। পাওয়ার প্লে-তে বড় রান তোলার ক্ষেত্রে বড় ভূমিকা নেন জেসন। কিন্তু শনিবার তাঁকে পাবে না দল।
শনিবার টস জেতেন হার্দিক। তিনি বল করার সিদ্ধান্ত নেন। হার্দিক বলেন, ‘‘আমরা প্রথমে বল করব। শুধুমাত্র আবহাওয়ার কথা ভেবে এই সিদ্ধান্ত নিয়েছি। যখন মাঠে এসেছিলাম, তখন আকাশে রোদ ছিল। ভেবেছিলাম টসে জিতলে ব্যাট করব। কিন্তু এখন পরিস্থিতি বদলে গিয়েছে। তাই পরে ব্যাট করব।’’
বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে খেলা শুরু করা সম্ভব হয়নি। টসের পরেই বৃষ্টি আসে। মাঠ ঢেকে দেওয়া হয়। পরে বৃষ্টি কমলে খেলা শুরু করার সিদ্ধান্ত নেন আম্পায়াররা।