Advertisement
E-Paper

সচিনের সঙ্গে ইরফানের ছেলের ‘বক্সিং’! ভাইরাল ভিডিয়ো

মুম্বইয়ে চলছে ওয়ার্ল্ড সিরিজ। ওয়াংখেড়ে স্টেডিয়ামে শনিবার একদিনের ম্যাচে ইন্ডিয়া লেজেন্ডস সাত উইকেটে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ লেজেন্ডসকে। সেই ম্যাচেই খেলছেন সচিন, ইরফানরা।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৮ মার্চ ২০২০ ১৬:৩৮
ইরফানের পুত্রের সঙ্গে সচিন। ছবি ইনস্টাগ্রাম থেকে নেওয়া।

ইরফানের পুত্রের সঙ্গে সচিন। ছবি ইনস্টাগ্রাম থেকে নেওয়া।

ইরফান পাঠানের ছেলে ইমরান বক্সিং করছেন সচিন তেন্ডুলকরের সঙ্গে। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিয়ো হয়ে উঠেছে ভাইরাল।

মুম্বইয়ে চলছে ওয়ার্ল্ড সিরিজ। ওয়াংখেড়ে স্টেডিয়ামে শনিবার একদিনের ম্যাচে ইন্ডিয়া লেজেন্ডস সাত উইকেটে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ লেজেন্ডসকে। সেই ম্যাচেই খেলছেন সচিন, ইরফানরা। ১৫১ রানের জয়ের লক্ষ্য তাড়া করতে নেমে ২৯ বলে ৩৬ করেছিলেন সচিন। জয়ের নায়ক অবশ্য বীরেন্দ্র সহবাগ। ৫৭ বলে ৭৪ রানের ঝোড়ো ইনিংস উপহার দেন তিনি। তাঁর ইনিংসে ছিল ১১টি চার। ওপেনিং জুটিতে সচিন-সহবাগ ১০.২ ওভারে যোগ করেছিলেন ৮৩ রান।

আরও পড়ুন: তাসের ঘরের মতো ভেঙে পড়লেন শেফালিরা, বিশ্বকাপ অধরা ভারতের​

আরও পড়ুন: কেন টিম ইন্ডিয়ার ফিল্ডিং কোচ হতে পারেননি, মুখ খুললেন জন্টি রোডস

সেই ম্যাচের ফাঁকেই সচিনের সঙ্গে খেলছিলেন ইরফানের পুত্র ইমরান। সেখানেই ইমরানকে দেখা গেল সচিনকে ঘুসি মারতে। সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন ইরফান।

Super hero mode ON👊🏻! Imran boxing with @sachintendulkar , this kid has broken the cardinal rule & will realize it only years later! 😩 #roadsafetymatch #irfanpathan #sachintendulkar #mumbai

A post shared by Imran Pathan (@imrankpathan_official) on

Cricket Cricketer Sachin Tendulkar Irfan Pathan World Series India Cricket Virender Sehwag
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy