মিতালী রাজের পর এ বার জীবনচিত্র তৈরি করা হবে ঝুলন গোস্বামীর। ভারতীয় দলের প্রাক্তন অধিনায়কের চরিত্রে অভিনয় করার কথা অনুষ্কা শর্মার। এই বছরের শেষেই শুরু হতে পারে শ্যুটিং।
গত বছর জানুয়ারি মাসে অনুষ্কা শর্মাকে ভারতীয় দলের জার্সি গায়ে দেখা গিয়েছিল ঝুলনের সঙ্গে। সেই সময়ই গুঞ্জন শুরু হয়, তবে কি এই বলি নায়িকা ঝুলন গোস্বামীর চরিত্রে অভিনয় করার জন্য তৈরি হচ্ছেন? সেই জল্পনাই সত্যি হতে চলেছে। ঝুলনের চরিত্রে অভিনয় করতে চলেছেন বিরাট কোহলীর স্ত্রী।
তবে এখনও চিত্রনাট্য তৈরি হয়নি বলেই জানা গিয়েছে। সব কিছু স্থির হওয়ার পরেই প্রস্তুতি শুরু করবেন অনুষ্কা। বলিউডের এক সূত্র জানিয়েছে, ‘চিত্রনাট্যের কাজ চলছে। সেটা শেষ হলে পরিচালক ঠিক করা হবে। তার পর অনুষ্কা প্রস্তুতি শুরু করবেন। শ্যুটিং শুরু হবে তার পর।’