চলতি সিরিজে রানের মধ্যে নেই বিরাট কোহালি। দেশের সমর্থকরা ভারত অধিনায়কের ফর্ম নিয়ে রীতিমতো চিন্তিত। নিন্দুকরা নখ-দাঁত বের করতে শুরু করে দিয়েছেন।
এ রকম পরিস্থিতিতে দেশের প্রাক্তন অধিনায়ক কপিল দেব জানিয়ে দিলেন, কোহালি খারাপ সময় কাটিয়ে দ্রুতই রানে ফিরবেন। টি টোয়েন্টি সিরিজে কোহালি রান করেছেন ৪৫,১১,৩৮ ও ১১। ওয়ানডে সিরিজে তাঁর রান ৫১,১৫ ও ৯ রান। বেসিন রিজার্ভে অনুষ্ঠিত প্রথম টেস্টের দু’ ইনিংসেও ব্যর্থ কোহালি।
ক্রাইস্টচার্চের দ্বিতীয় টেস্টে তাঁকে দ্রুত ফেরানোর পরিকল্পনা করছেন কিউয়ি বোলাররা। এ রকম পরিস্থিতিতে দাঁড়িয়ে কপিল বলছেন, ‘‘দেওয়ালে পিঠ ঠেকে গেলে গ্রেট প্লেয়াররা সব সময়েই ফিরে আসে। কোহালিও গ্রেট প্লেয়ার। আমার বিশ্বাস দ্রুত ঘুরে দাঁড়াবে ও।’’