Advertisement
০৪ মে ২০২৪
লা লিগার দৌড় চলছে

ট্রফি নিষ্পত্তি শেষ ম্যাচেই

ইংলিশ প্রিমিয়ার লিগ চেলসির। রোমার কাছে হেরেও ইতালীয় সেরি আ জেতার পথে এগিয়ে য়ুভেন্তাস। কয়েক দিন আগে বুন্দেশলিগা জিতেছে বায়ার্ন মিউনিখ।

যুযুধান: রোনাল্ডোর রিয়াল মাদ্রিদ ও মেসির বার্সেলোনার মধ্যে ট্রফির লড়াই অব্যাহত। রবিবারও লা লিগায় জিতল দুই ক্লাবই। ছবি: গেটি ইমেজেস

যুযুধান: রোনাল্ডোর রিয়াল মাদ্রিদ ও মেসির বার্সেলোনার মধ্যে ট্রফির লড়াই অব্যাহত। রবিবারও লা লিগায় জিতল দুই ক্লাবই। ছবি: গেটি ইমেজেস

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৬ মে ২০১৭ ০৪:১২
Share: Save:

ইংলিশ প্রিমিয়ার লিগ চেলসির।

রোমার কাছে হেরেও ইতালীয় সেরি আ জেতার পথে এগিয়ে য়ুভেন্তাস।

কয়েক দিন আগে বুন্দেশলিগা জিতেছে বায়ার্ন মিউনিখ।

কিন্তু লা লিগা?

স্পেনের ঘরোয়া লিগের মুকুট কার? মেসি পারবেন তাঁর চিরপ্রতিদ্বন্দ্বীর থেকে মুকুট ছিনিয়ে নিতে? নাকি রোনাল্ডোর রিয়ালই শেষ হাসি হাসবে? এই প্রশ্নের জবাব পেতে শেষ দিন পর্যন্তই অপেক্ষা করতে হবে।

রবিবার রাতে লা লিগার গুরুত্বপূর্ণ লড়াইয়ে নেমেছিল দুই ক্লাব। রিয়াল এবং বার্সেলোনা, দুটো ক্লাবই ৪-১ জয় পেল। রিয়াল হারায় সেভিয়াকে। মেসিরা আবার উড়িয়ে দেয় লাস পালমাস-কে। ফলে এখন পরিস্থিতি যা তাতে দুটো ক্লাবেরই পয়েন্ট ৮৭। কিন্তু এই ফিল্মে মোচড় বলতে রিয়াল মাদ্রিদ এক ম্যাচ কম খেলেছে এখনও পর্যন্ত।

বুধবার সেল্টা ভিগোর বিরুদ্ধে নামতে চলেছে রিয়াল মাদ্রিদ। পরিস্থিতি যা তাতে যদি সেল্টাকে হারায় রিয়াল তা হলে সমসংখ্যক ম্যাচ খেলে রোনাল্ডোরা থাকবে তিন পয়েন্ট এগিয়ে। সে ক্ষেত্রে শেষ দিনে রিয়াল যদি হেরে যায় আর বার্সা জেতে তা হলে ৯০ পয়েন্টে শেষ করবে দুই দল। লা লিগার নিয়ম অনুযায়ী দুটো দল সমান পয়েন্টে থাকলে মুখোমুখি যুদ্ধে কী ফল হয়েছে সেটা দেখা হবে। সে ক্ষেত্রে চ্যাম্পিয়ন বার্সা। দুটো এল ক্লাসিকোয় বার্সা জিতেছে বের্নাবাউতে।আবার ন্যু কাম্পের ক্লাসিকো ড্র হয়।

উৎসর্গ: বাহুতে মায়ের মুখ ট্যাটু করা নেমারের। ছবি: গেটি ইমেজেস

এ রকম টানটান উত্তেজক পরিস্থিতিতে আবার লাস পালমাস ম্যাচ শেষে রিয়ালকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন বার্সা ম্যানেজার লুইস এনরিকে। বিশেষজ্ঞদের মতে, শেষ দুই ম্যাচ জিতে চ্যাম্পিয়ন হবে রিয়াল। কিন্তু এনরিকে মনে করিয়ে দিচ্ছেন বার্সার মতো শক্তিশালী দলকে হারিয়েছিল সেল্টা আর মালাগা। ‘‘রিয়ালের দুটো ম্যাচই খুব কঠিন। আমরা এই মরসুমে হেরেছিলাম মালাগা আর সেল্টার বিরুদ্ধে। আমরা যদি হারতে পারি তা হলে যে কোনও দলই সেল্টার বিরুদ্ধে হারতে পারে,’’ বলছেন এনরিকে।

আরও পড়ুন:দুই পাসেই শেষ ইস্টবেঙ্গল

রবিবার রাতে হ্যাটট্রিকে আবার বার্সার ত্রাতা হয়ে উঠলেন নেমার। মরসুম শুরুর থেকে খারাপ ফর্মে থাকলেও লাস পালমাসের বিরুদ্ধে স্বপ্নের পারফরম্যান্স উপহার দিলেন ব্রাজিলীয় মহাতারকা। মাদার্স ডে-তে এই হ্যাটট্রিক নিজের মা-কে উৎসর্গ করলেন নেমার। শেষ ম্যাচে বার্সার সামনে অপেক্ষা করছে আইবার। কিন্তু নেমারের ফর্ম আত্মবিশ্বাস জোগাচ্ছে এনরিকে-কে। ‘‘আমার দল খুব ভাল খেলেছে। নেমার ফর্মে থাকলে সুবিধা হয় আমাদের। কিন্তু এ বার আমাদের আইবার নিয়ে ভাবতে হবে। লিগ এখনও শেষ হয়নি,’’ বলছেন এনরিকে।

রিয়ালও আবার ঠিক সময়ে ফর্ম ফিরে পেয়েছে। সেভিয়ার মতো শক্তিশালী দলকে আরাম করেই হারায় রিয়াল। গোল করে ফের শিরোনাম ছিনিয়ে নেন রোনাল্ডো। ম্যাচের পর স্বভাবতই দলের পর্তুগিজ মহাতারকার প্রশংসায় পঞ্চমুখ ছিলেন জিদান। যাঁর বিশ্বাস দলকে ঠিক ফিনিশিং লাইনে পৌঁছে দেবেন সি আর সেভেন। ‘‘গুরুত্বপূর্ণ সময়ে বাঁচিয়েছে রোনাল্ডো। রোনাল্ডোর ফর্ম সাহায্য করবে চ্যাম্পিয়ন হতে,’’ বলছেন জিদান।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Real Madrid La Liga Barcelona Football
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE