Advertisement
০১ ডিসেম্বর ২০২২
Lovlina Borgohain

Lovlina Borgohain: মায়ের চিকিৎসার জন্য কলকাতায় অলিম্পিক্সে ব্রোঞ্জজয়ী লভলিনা

অলিম্পিক্সের আগে থেকেই অসুস্থ তাঁর মা। আগেও কলকাতায় এসেছেন ভারতের বক্সার।

মা বাবার সঙ্গে লভলিনা

মা বাবার সঙ্গে লভলিনা ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৪ অগস্ট ২০২১ ১৭:৩১
Share: Save:

মায়ের চিকিৎসার জন্য কলকাতায় এসেছেন অলিম্পিক্সে ব্রোঞ্জজয়ী লভলিনা বড়গোহাঁই। তাঁর মায়ের কিডনি প্রতিস্থাপন হবে কলকাতায়। অলিম্পিক্সের জন্য ব্যস্ত থাকায় মায়ের চিকিৎসা করাতে কিছুটা সমস্যা হয়েছিল। তবে টোকিয়ো থেকে ফেরার পর থেকেই মায়ের চিকিৎসা নিয়ে তৎপর হয়ে উঠেছিলেন ভারতের এই বক্সার।

Advertisement

কলকাতায় এসে লভলিনা বলেন, ‘‘মঙ্গলবার মায়ের শারীরিক পরীক্ষা হয়েছে। চিকিৎসকরা আশ্বাস দিয়েছেন।’’

অলিম্পিক্সের আগে থেকেই অসুস্থ তাঁর মা। আগেও কলকাতায় এসেছেন ভারতের বক্সার। লভলিনা বলেন, ‘‘অলিম্পিক্সের জন্য মাকে নিয়ে আসা হয়নি। কলকাতায় চিকিৎসার সুযোগ সুবিধা অনেক বেশি। সেই কারণে এখানেই চিকিৎসা চলছে।’’

Advertisement

অলিম্পিক্সে প্রথম বার খেলতে নেমেই পদক জিতে নিয়েছেন অসমের লভলিনা। মহিলাদের ওয়াল্টার ওয়েট বিভাগে ব্রোঞ্জ জেতেন তিনি। সেমিফাইনালে বিশ্বের এক নম্বর তারকা তুরস্কের বুসেনাজ সুরমেনলির বিরুদ্ধে হারলেও ব্রোঞ্জ জেতেন লভলিনা। ভারতের তৃতীয় বক্সার হিসেবে অলিম্পিক্সে পদক জেতেছেন তিনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE
Popup Close
Something isn't right! Please refresh.