মারিয়ো রিভেরা বনাম আনসুমানা ক্রোমা সংঘাত শেষ হয়েও যেন শেষ হচ্ছে না!
দিনকয়েক আগে লাল-হলুদ কোচের বিরুদ্ধে মারাত্মক সব অভিযোগ এনেছিলেন ইস্টবেঙ্গলের লাইবেরিয়ান স্ট্রাইকার। এত দিন ক্রোমাকে নিয়ে একটি শব্দও খরচ করেননি মারিয়ো।
শনিবার আই লিগের ইস্টবেঙ্গল-চার্চিল ব্রাদার্স ম্যাচের ঠিক আগের দিন ক্রোমাকে বিঁধলেন স্পেনীয় কোচ। শুক্রবার সাংবাদিক বৈঠকে মারিয়ো বললেন, ‘‘দলের ফুটবলারদের নিয়ে আমি খুশি। হাফ টাইমে ফুটবলার বদলানো হলে সংশ্লিষ্ট খেলোয়াড় রাগ করবেই। এটাই স্বাভাবিক ব্যাপার। কিন্তু পরিবর্তনের পরে আধ ঘন্টার মধ্যে দল যদি চারটি গোল করে ফেলে, তা হলে যাকে তুলে নেওয়া হয়েছে, তারও খুশি হওয়ারই কথা। সে যদি খুশি না হয়, তা হলে ধরে নিতে হবে সেই ফুটবলার একদমই ভাল টিমমেট নয়।’’