Advertisement
২০ এপ্রিল ২০২৪
Cricket

দ্রুতই ফর্মে ফিরবেন কোহালি-বুমরা, বলছেন কপিল  

ক্রাইস্টচার্চের দ্বিতীয় টেস্টে কোহালিকে দ্রুত ফেরানোর পরিকল্পনা করছেন কিউয়ি বোলাররা।

বুমরা ও কোহালির পড়তি ফর্ম চিন্তা বাড়াচ্ছে সমর্থকদের। ছবি— এপি।

বুমরা ও কোহালির পড়তি ফর্ম চিন্তা বাড়াচ্ছে সমর্থকদের। ছবি— এপি।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২০ ১৬:৩৭
Share: Save:

চলতি সিরিজে রানের মধ্যে নেই বিরাট কোহালি। দেশের সমর্থকরা ভারত অধিনায়কের ফর্ম নিয়ে রীতিমতো চিন্তিত। নিন্দুকরা নখ-দাঁত বের করতে শুরু করে দিয়েছেন।

এ রকম পরিস্থিতিতে দেশের প্রাক্তন অধিনায়ক কপিল দেব জানিয়ে দিলেন, কোহালি খারাপ সময় কাটিয়ে দ্রুতই রানে ফিরবেন। টি টোয়েন্টি সিরিজে কোহালি রান করেছেন ৪৫,১১,৩৮ ও ১১। ওয়ানডে সিরিজে তাঁর রান ৫১,১৫ ও ৯ রান। বেসিন রিজার্ভে অনুষ্ঠিত প্রথম টেস্টের দু’ ইনিংসেও ব্যর্থ কোহালি।

ক্রাইস্টচার্চের দ্বিতীয় টেস্টে তাঁকে দ্রুত ফেরানোর পরিকল্পনা করছেন কিউয়ি বোলাররা। এ রকম পরিস্থিতিতে দাঁড়িয়ে কপিল বলছেন, ‘‘দেওয়ালে পিঠ ঠেকে গেলে গ্রেট প্লেয়াররা সব সময়েই ফিরে আসে। কোহালিও গ্রেট প্লেয়ার। আমার বিশ্বাস দ্রুত ঘুরে দাঁড়াবে ও।’’

আরও পড়ুন: ‘ব্যাটসম্যানদের নিয়ে বেশি ভাবলে নিজের বোলিং নিয়ে ভাবার সময় কম পড়ে যাবে’

নিউজিল্যান্ডে ব্যাট হাতে ম্লান দেখিয়েছে কোহালিকে। বল হাতে যশপ্রীত বুমরা নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি।

তিন ম্যাচের ওয়ানডে সিরিজেও থেকে গিয়েছেন উইকেটহীন। বুমরার পড়তি ফর্ম নিয়ে চিন্তিত নন কপিল। তিনি বলছেন, ‘‘এক বার চোট পাওয়ার পরে ছন্দ ফিরে পেতে বোলারের সময় লাগে। বুমরা দুর্দান্ত বোলার। বার বার নিজেকে প্রমাণও করেছে। একটা ভাল ইনিংস ব্যাটসম্যানদের যেমন ফর্মে ফেরাতে পারে, তেমনই একটা ভাল স্পেল বোলারের ছন্দ ফেরাতে পারে। বিরাট কোহালি, বুমরার মতো ক্রিকেটাররা চ্যাম্পিয়ন। ওরা দ্রুত ঘুরে দাঁড়াবে।’’

আরও পড়ুন: আইপিএলে ধোনির প্রত্যাবর্তন নিয়ে উচ্ছ্বসিত নই, বলছেন কপিল

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Kapil Dev Jasprit Bumrah Virat Kohli
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE