ইস্টবঙ্গল— ৪ কালীঘাট এমএস —২
কালীঘাট এমএস ম্যাচের আগেই ধাক্কা খেয়েছিল ইস্টবেঙ্গল শিবির। পিয়ারলেস-ম্যাচে রেফারিকে হেনস্থা করার অভিযোগে অধিনায়ক লালরিনডিকা রালতে, মেহতাব সিংহকে এক ম্যাচ নির্বাসন ও এক লাখ টাকা জরিমানা করে আইএফএ। দলের ম্যানেজার ও গোলকিপার কোচ অভ্র মণ্ডলকে এক বছরের জন্য সাসপেন্ড করা হয়। হাইমে স্যান্টোস কোলাডোকে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়। ক্লাব কর্তারা আলোচনায় বসেছিলেন বিনিয়োগকারী সংস্থার কর্তাদের সঙ্গে। ক্লাবের উপর দিয়ে এত যে ঝড় বয়ে গিয়েছে, তা কোলাডোদের খেলা দেখে বৃহস্পতিবার বোঝাই যায়নি। এ দিন কলকাতা লিগের ম্যাচে ইস্টবেঙ্গল ৪-২ ব্যবধানে উড়িয়ে দিল কালীঘাট এমএস-কে। গ্যালারিতে জ্বলে উঠল মশাল, দেখা গেল আলেয়ান্দ্রো মেনেন্দেজের ছবি।
আরও পড়ুন: পাকিস্তানে আসছেন না মালিঙ্গারা, টুইটারে তীব্র ক্ষোভ উগরে দিলেন শোয়েব