Advertisement
১৮ এপ্রিল ২০২৪
India

৩৫৮ রানও নিরাপদ নয়, ভারতকে দেখিয়ে দিল অস্ট্রেলিয়া

অবিশ্বাস্য ভাবে ম্যাচ জিতে নিল অস্ট্রেলিয়া। ভারতীয় ফিল্ডাররা একাধিক ক্যাচ ফেললেন।

হ্যান্ডসকম্বকে অভিনন্দন জানাচ্ছেন ম্যাক্সওয়েল। ছবি: এপি

হ্যান্ডসকম্বকে অভিনন্দন জানাচ্ছেন ম্যাক্সওয়েল। ছবি: এপি

শেষ আপডেট: ১০ মার্চ ২০১৯ ১৭:২৮
Share: Save:

রানের পাহাড়ে চড়েও ম্যাচ হারতে হল ভারতকে। উসমান খোয়াজা (৯১), পিটার হ্যান্ডসকম্ব (১১৭) ও টার্নারের (৮৪ অপরাজিত) ব্যাটিংয়ে সিরিজে সমতা ফিরিয়ে আনলেন অজিরা। হেরে হতাশ টিম ইন্ডিয়া। এই ম্যাচও যে হারতে হবে, তা যেন বিশ্বাসই হচ্ছিল না তাঁদের।

ভারতের বিশাল ৩৫৮ রান তাড়া করতে নেমে দ্রুত ফিরে যান অ্যারন ফিঞ্চ ও শন মার্শ। এর পরে অস্ট্রেলিয়ার ইনিংস গড়ার কাজ করেন খোয়াজা ও হ্যান্ডসকম্ব। তাঁরা ১৯২ রানের পার্টনারশিপ গড়েন। খোয়াজা যখন ফেরেন তখন অস্ট্রেলিয়ার রান ৩ উইকেটে ২০৪।

খেলার কুইজ

ম্যাক্সওয়েল করেন ২৩ রান। হ্যান্ডসকম্ব আউট হওয়ার পরে টার্নারের ঝোড়ো ব্যাটিংয়ে ম্যাচের রাশ নিজেদের হাতে তুলে নেয় অস্ট্রেলিয়া। টার্নার-ক্যারি ৪২ বলে ৮৬ রানের পার্টনারশিপ গড়েন। মোক্ষম সময়ে কেদার যাদব ও শিখর ধওয়ন ক্যাচ ফেলেন। কথায় বলে, ক্যাচ ছাড়লে, ম্যাচও ছাড়তে হয়। সেটাই দেখা গেল মোহালিতে। ১৩ বল বাকি থাকতে ৪ উইকেটে ম্যাচ জিতে নেয় অস্ট্রেলিয়া। অথচ এমনটা তো হওয়ার কথা ছিল না।

আরও পড়ুন: মোহালিতে দুরন্ত রোহিত-শিখর, টপকালেন সচিন-বীরুকে

আরও পড়ুন: প্রত্যাবর্তনেই বিধ্বংসী সেঞ্চুরি ওয়ার্নারের

চতুর্থ ওয়ানডেতে ফর্মে ফেরেন ধওয়ন। ১১৫ বলে ১৪৩ রান করে শিখর যখন ফিরছেন, ভারতের স্কোরে তখন পর্বত ছোঁয়ার ইঙ্গিত। ৫০ ওভারের শেষে ভারত করল ন’ উইকেটে ৩৫৮ রান। পরের দিকে দ্রুত উইকেট হারানোয় আরও বেশি রান করার স্বপ্নও ভেঙে যায় ভারতের।

আগের তিনটি ম্যাচে ধওয়নের ব্যাট ‘বোবা’ থেকে গিয়েছিল। চাপ বাড়ছিল তাঁর উপরে। এ দিন ব্যাট হাতে মোক্ষম জবাব দিলেন বাঁ হাতি ওপেনার। মোহালির সবুজ গালচেতে ওয়ানডে কেরিয়ারের সর্বোচ্চ ১৪৩ রান করেন। এই মোহালিতেই অভিষেক টেস্টে শিখর ধওয়ন খেলেছিলেন ১৮৭ রানের রাজকীয় ইনিংস। রবিবাসরীয় মোহালিতে কথা বলল ধওয়নের ব্যাট।

ধওয়নের মতোই আর এক ভারতীয় ওপেনার রোহিত শর্মাও নিন্দুকদের মুখ বন্ধ করে দিলেন এ দিন। শেষ তিনটি ওয়ানডে থেকে ‘হিটম্যান’ করেছিলেন মাত্র ৫১ রান। এ দিন গর্জে উঠল মুম্বইকরের ব্যাট। রোহিত ও ধওয়ন অজি বোলিংকে খুন করলেন। ওপেনিং জুটিতে করলেন ১৯৩ রান। অল্পের জন্য শতরান হাতছাড়া করলেন রোহিত (৯৫)। ধওয়ন অবশ্য সেঞ্চুরির পরে রান তোলার গতি বাড়ান।

তিন নম্বরে নেমে লোকেশ রাহুল সুযোগের সদ্ব্যবহার করতে পারলেন না। ২৬ রানে ফিরতে হল তাঁকে। নাগপুর ও রাঁচীতে বিরাট কোহালি (৭) সেঞ্চুরি করলেও মোহালিতে ব্যর্থ। ঋষভ পন্থ চটজলজদি ৩৬ রানের ইনিংস খেলেন। রোহিত-ধওয়নের বিস্ফোরণের পরে বাকিরা সে ভাবে জ্বলে উঠতে পারলেন না।

(আইসিসি বিশ্বকাপ হোক বা আইপিএল, টেস্ট ক্রিকেট, ওয়ান ডে কিংবা টি-টোয়েন্টি। ক্রিকেট খেলার সব আপডেট আমাদের খেলা বিভাগে।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE