ক্রিকেট মাঠে তাঁর প্রত্যাবর্তনের অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা। আইপিএল-এ ভাল কিছু করলে জাতীয় দলের দরজা তাঁর জন্য ফের খুলে যেতে পারে বলে ইঙ্গিত দিয়ে রেখেছেন স্বয়ং জাতীয় দলের হেড কোচ রবি শাস্ত্রী। চেন্নাই সুপার কিংস-এর হলুদ জার্সিতে তাঁর প্রত্যাবর্তনের অপেক্ষায় যখন ক্রিকেটবিশ্ব, ঠিক সেই সময়ে ভারতের প্রথম বিশ্বকাপজয়ী ক্যাপ্টেন কপিল দেব বলে দিলেন, তিনি অন্তত মহেন্দ্র সিংহ ধোনির প্রত্যাবর্তন নিয়ে উচ্ছ্বসিত নন। কারণ ধোনি তাঁর ক্রিকেট জীবনের একে বারে শেষ লগ্নে এসে পৌঁছেছেন।
কপিল বলছেন, ‘‘দেশের ভবিষ্যৎ তারকাদের দেখে নেওয়ার মঞ্চ আইপিএল। নতুন সেই সব প্রতিভাদের দিকেই আমার নজর থাকবে আইপিএল-এ, যারা অন্তত ১০ বছর দেশের সেবা করতে পারে। ধোনি তো ইতিমধ্যেই দেশের হয়ে অনেক কিছু করে ফেলেছে। ধোনি-ভক্ত হিসেবে আমি ওকে আইপিএল-এ দেখতেই চাই। কিন্তু বেশি নজর তাকবে তরুণ প্রতিভাদের দিকে।’’
আরও পড়ুন: ‘ব্যাটসম্যানদের নিয়ে বেশি ভাবলে নিজের বোলিং নিয়ে ভাবার সময় কম পড়ে যাবে’