Advertisement
E-Paper

সহযাত্রীর অসুবিধা হওয়ায় বিজনেস ক্লাসের সিট ছাড়লেন ধোনি

জানা গিয়েছে, উড়ানে ধোনি বসেছিলেন বিজনেস ক্লাসে। কিন্তু সেই সিট তিনি দিয়ে দেন এক ইকনমি ক্লাসের যাত্রীকে।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২২ অগস্ট ২০২০ ১৯:০০
আইপিএলে চেন্নাই সুপার কিংসের জার্সিতে কি চেনা ছন্দে দেখা যাবে ধোনিকে? ছবি টুইটার থেকে নেওয়া।

আইপিএলে চেন্নাই সুপার কিংসের জার্সিতে কি চেনা ছন্দে দেখা যাবে ধোনিকে? ছবি টুইটার থেকে নেওয়া।

মহেন্দ্র সিংহ ধোনি যে স্বতন্ত্র, তা তাঁর আচরণে বার বার ধরা পড়েছে। আরও একবার তা দেখা গেল। যখন সংযুক্ত আরব আমিরশাহিতে আইপিএল খেলতে যাওয়ার সময় তিনি নিজের সিট ছেড়ে দিলেন অন্যকে।

জানা গিয়েছে, উড়ানে ধোনি বসেছিলেন বিজনেস ক্লাসে। কিন্তু সেই সিট তিনি দিয়ে দেন এক ইকনমি ক্লাসের যাত্রীকে। কারণ, ওই যাত্রীর পা এতটাই লম্বা যে ইকনমি ক্লাসে বসা কষ্টকর ছিল। এই ঘটনার কথা টুইটারে পোস্ট হওয়া এক ভিডিয়োতে জানিয়েছেন জর্জ নামে জনৈক যাত্রী। যাঁকে দেখে মনে হচ্ছে চেন্নাই সুপার কিংস দলের সঙ্গে যুক্ত। জর্জের এই টুইট সিএসকে দলের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট লাইক-ও করেছে।

সেই টুইটে জর্জ লিখেছেন, “ক্রিকেট মাঠে এত কীর্তির নায়ক এসে বললেন, ‘তোমার পা বড্ড লম্বা, বিজনেস ক্লাসে আমার সিটে এসে বসো। আমি ইকনমি ক্লাসে বসছি।’ স্কিপার আমাকে সবসময়ই চমকে দেয়।” পোস্ট করা ভিডিয়োতে অবশ্য এই ঘটনা দেখা যায়নি। তাতে দেখা যাচ্ছে ধোনি ইকনমি ক্লাসেই বসে সতীর্থদের সঙ্গে কথা বলছেন।

আরও পড়ুন: বাবা ঠেলাগাড়ি চালাতেন, বেঁচে থাকাটাই ছিল কঠিন, বলছেন খেলরত্ন পাওয়া রানি

আরও পড়ুন:অস্ট্রেলিয়া থেকে ফিরেই ইংল্যান্ডের বিরুদ্ধে হোম সিরিজ, আইপিএল... জানাল বোর্ড

Mahendra Singh Dhoni IPL Chennai Super Kings
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy