Advertisement
২৫ এপ্রিল ২০২৪
India

কেন কাতারে খেলতে গিয়ে স্বস্তিতে থাকবেন সুনীল, সন্দেশরা?

আগামী জুন মাসে বিশ্বকাপ যোগ্যতা অর্জনের বাকি ম্যাচগুলো খেলবে ভারতীয় দল।

কাতার, বাংলাদেশ ও আফগানিস্তানের বিরুদ্ধে খেলবে সুনীলের দল।

কাতার, বাংলাদেশ ও আফগানিস্তানের বিরুদ্ধে খেলবে সুনীলের দল। ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ১৫ মে ২০২১ ২০:১৪
Share: Save:

২০২২ সালের বিশ্বকাপে যোগ্যতা অর্জনের সুযোগ নেই। তবুও ফিফার নিয়ম অনুসারে কাতারে গিয়ে প্রতিযোগিতার বাকি ম্যাচগুলো খেলতে হবে ভারতীয় দলকে। তবে স্বস্তির ব্যাপার হল কাতারে পা রাখার পর সুনীল ছেত্রী, গুরপ্রীত সিংহ সান্ধুদের ১০ দিনের নিভৃতবাসে থাকতে হবে না। এমনটাই শোনা গিয়েছে। আগামী জুন মাসে বিশ্বকাপ যোগ্যতা অর্জনের বাকি ম্যাচগুলো খেলবে ভারতীয় দল। বিশ্বকাপে যোগ্যতা অর্জনের সুযোগ না থাকলেও ২০২৩ সালের এশিয়ান কাপের জন্য এই প্রতিযোগিতা ভারতের কাছে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে।

শোনা যাচ্ছে ইগর স্তিমাচের দল দিল্লিতে একজোট হওয়ার পর সবাইকে নিভৃতবাসে চলে যেতে হবে। এই সময় নিয়মমতো সবার হবে কোভিড পরীক্ষা। সেই পরীক্ষার ফল নেগেটিভ আসার পর ফুটবলাররা কাতার যাওয়ার বিমানে উঠতে পারবেন। যেহেতু সুনীল, মনবীর সিংহরা জৈব বলয়ের মধ্যে থাকার পর করোনা পরীক্ষা দিয়ে বিমানে উঠবেন তাই তাঁদের কাতারে পা রাখার পর ১০ দিনের নিভৃতবাসে থাকতে হবে না। সেই দেশে যাওয়ার পরেই অনুশীলন শুরু করতে পারবে ভারত। সেখানে গিয়ে কাতার, বাংলাদেশ ও আফগানিস্তানের বিরুদ্ধে খেলবে সুনীলের দল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE